Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Building Collapsed: বর্ষার শুরুতেই দোতলা বাড়ির বারান্দা ভেঙে মৃত ২, ভেঙে পড়ল আরেক বহুতলের একাংশ

Mumbai heavy rain: সবে বর্ষা ঢুকেছে বাণিজ্যনগরীতে। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই দুর্ঘটনা বাণিজ্যনগরীতে। ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে পড়ল দুটি বাড়ির অংশবিশেষ। যার মধ্যে একটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের।

Building Collapsed: বর্ষার শুরুতেই দোতলা বাড়ির বারান্দা ভেঙে মৃত ২, ভেঙে পড়ল আরেক বহুতলের একাংশ
মুম্বইয়ে বাড়ির বারান্দা ভেঙে পড়ে ২ জনের মৃত্যু।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 2:06 PM

মুম্বই: সবে বর্ষা ঢুকেছে বাণিজ্যনগরীতে। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই দুর্ঘটনা বাণিজ্যনগরীতে (Mumbai)। ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে পড়ল দুটি বাড়ির অংশবিশেষ। যার মধ্যে ঘটকোপার এলাকায় সোমবার সকালে একটি বহুতলের একাংশ ভেঙে পড়েছিল। বরাতজোরে ওই ঘটনায় কারও প্রাণহানি হয়নি। তবে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। আবার রবিবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় বাড়ির বারান্দা ভেঙে পড়ে। ওই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম আরও ৫ জন। টানা বৃষ্টির জেরেই বাড়ি দুটির একাংশ ভেঙে পড়ে বলে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি।

পুলিশ জানায়, মৃত দুজন হলেন প্রিশিলা মিসাউইতা (৬৫) এবং রোবি মিসাউইতা (৭০)। ভিলে পার্লে এলাকায় রবিবার দুপুরে দোতলা বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়েই এঁদের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। অন্যদিকে, সোমবার সকালে ঘটকোপারের রাজাওয়াদি এলাকায় তিনতলা একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই ঘটনায় ধ্বংসাবশেষের নীচে আটকে পড়েন ৬ জন। তাঁদের উদ্ধার করতে নামে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহুতলের নীচে আটকে থাকা সকলকে উদ্ধার করা গেলেও ২ জন গুরুতর জখম হয়েছেন। যার মধ্যে রয়েছেন ৫৩ বছরের সুমিত্রাদেবী এবং তাঁর ২০ বছরের ছেলে।

বাড়ি ভেঙে পড়ে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি বিধায়ক পারাং আলাবানি। তিনি জানান, দোতলা বাড়ির বারান্দার রড বেরিয়ে গিয়েছিল। বাড়িটিতে ফাটলও হয়েছিল। তার উপর বৃষ্টি পড়ার ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রতিবেশীরা জানান, বাড়িটি প্রায় ২০ বছরের পুরোনো। ভিতরের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। তার ফলেই এই দুর্ঘটনা।

অন্যদিকে, ঘটকোপারের বহুতলটিও জরাজীর্ণ হয়ে পড়েছিল। বিধায়ক আলাবানি জানান, বহুতলটি প্রায় ৩০ বছরের পুরোনো। এই বাড়িটির একাংশ ভেঙে পড়ে বেশ কয়েকজন আটকে পড়েন। তাঁদের উদ্ধারকাজে নামে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।