New general second class coaches: বড় পদক্ষেপ রেলের, এবার জেনারেল বগিতে উঠলেই জায়গা পাবেন
New general second class coaches: এর আগে গত তিনমাসে প্রায় ৬০০ নতুন জেনারেল কোচ ট্রেনগুলিতে যোগ করা হয়েছে। আগামী ২ বছরে ট্রেনগুলিতে ১০ হাজারের বেশি নন-এসি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। তার মধ্যে রয়েছে স্লিপার ক্লাস কামরাও।
নয়াদিল্লি: যাত্রীদের সুবিধায় বড় পদক্ষেপ রেলের। সেন্ট্রাল রেলওয়ে ৪২টি ট্রেনে ৯০টি জেনারেল দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত ৯ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
ট্রেনে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষ কম খরচে যাতে গন্তব্যে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যে দূরপাল্লার ট্রেনগুলিতে আরও জেনারেল কোচ যোগ করার সিদ্ধান্ত নেয় রেল। চলতি মাসের মধ্যে ৩৭০টি ট্রেনে এক হাজার নতুন জেনারেল দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রায় এক লক্ষ যাত্রী উপকৃত হবেন। এরই অঙ্গ হিসেবে সেন্ট্রাল রেলওয়ে ৪২টি ট্রেনে ৯০টি জেনারেল দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করছে।
এর আগে গত তিনমাসে প্রায় ৬০০ নতুন জেনারেল কোচ ট্রেনগুলিতে যোগ করা হয়েছে। আগামী ২ বছরে ট্রেনগুলিতে ১০ হাজারের বেশি নন-এসি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। তার মধ্যে রয়েছে স্লিপার ক্লাস কামরাও। নতুন এই কোচগুলিতে যাত্রীদের জন্য আধুনিক সুবিধা থাকবে।
এই খবরটিও পড়ুন
রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, কম খরচে তাঁরা যাতে গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য জেনারেল কোচ বাড়ানো হচ্ছে। এতে উপকৃত হবেন বহু যাত্রী।