AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways Bonus: কেন্দ্রের দিওয়ালি উপহার, ১০ লক্ষ রেলকর্মীর জন্য বোনাস ঘোষণা

Indian Railways: উৎসবের মরশুমেই দারুণ খবর শোনাল কেন্দ্র।  রেলকর্মীদের জন্য বোনাসে অ্যাপ্রুভাল বা সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। দিওয়ালির উপহার হিসাবে এই বোনাস দেওয়া হবে। উপকৃত হবেন ভারতীয় রেলওয়ের ১০.৯ লক্ষ কর্মীরা।

Railways Bonus: কেন্দ্রের দিওয়ালি উপহার, ১০ লক্ষ রেলকর্মীর জন্য বোনাস ঘোষণা
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Sep 24, 2025 | 4:20 PM
Share

নয়া দিল্লি: পুজোর আগেই সুখবর। রেলকর্মীরা পাবেন বোনাস। উৎসবের মরশুমেই দারুণ খবর শোনাল কেন্দ্র।  রেলকর্মীদের জন্য বোনাসে অ্যাপ্রুভাল বা সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। দিওয়ালির উপহার হিসাবে এই বোনাস দেওয়া হবে। উপকৃত হবেন ভারতীয় রেলওয়ের ১০.৯ লক্ষ কর্মীরা। এই বোনাস দিতে কেন্দ্রের খরচ হতে চলেছে ১ হাজার ৮৬৬ কোটি টাকা।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কাজ বা পারফরম্যান্সের ভিত্তিতে এই বোনাস দেওয়া হবে। রেলের নন-গেজেটেড কর্মীরা, যেমন লোকো পাইলট, ট্রেন ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইসর, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেনার এবং অন্যান্য কর্মীরা বোনাস পাবেন। উৎসবের মরশুমের ঠিক আগেই এই বোনাসের ঘোষণা করা হল।

গত বছরও এই বোনাস দিয়েছিল কেন্দ্র। গত বছরের ৩ অক্টোবর কেন্দ্রীয় ক্যাবিনেট ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে দেয়। প্রায় ১১ লক্ষ কর্মী উপকৃত হয়েছিলেন। মোট ২ হাজার ২৯ কোটি টাকা খরচ হয়েছিল।

 উৎসবের মরশুমে রেলকর্মীদের এই বোনাসে একদিকে কর্মীরা যেমন উপকৃত হবেন, তেমনই তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। গত ২২ সেপ্টেম্বর থেকেই দেশে লাগু হয়েছে নতুন জিএসটির স্ল্যাব। দাম কমেছে টিভি, ফ্রিজ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের।