E-Bus: ভিড় বাসে ঠেলাঠেলির দিন অতীত, রাস্তায় নামছে ১ লক্ষ ইলেকট্রিক বাস

Megabus Mission: দেশের ৬৫টি শহরে মোট ১ লক্ষ নতুন ইলেকট্রিক বাস চালু করা হবে। ৫ বছরের এই প্রকল্পে যে শহরগুলিতে বাসিন্দার সংখ্যা ১০ লক্ষের বেশি, সেখানে নতুন ইলেকট্রিক বাস যেমন চালু করা হবে, তেমনই নতুন বাস ডিপো, টার্মিনাস ও বাস স্টপও তৈরি করা হবে।

E-Bus: ভিড় বাসে ঠেলাঠেলির দিন অতীত, রাস্তায় নামছে ১ লক্ষ ইলেকট্রিক বাস
পথে নামবে ১ লক্ষ ইলেকট্রিক বাস।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Oct 23, 2024 | 2:12 PM

নয়া দিল্লি: রাস্তায় বেরলেই বাসের আকাল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা মেলে না বাসের। যে বাসগুলি দৌড়াচ্ছে, তার অবস্থাও তথৈবচ। এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে যাত্রীদের। তবে আর নয়। সাধারণ মানুষের যাত্রা আরও সহজ ও আরামদায়ক করতেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। রাস্তায় নামানো হবে ১ লক্ষ নতুন ইলেকট্রিক বাস।

কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হচ্ছে ভারত আর্বান মেগাবাস মিশন। এই উদ্যোগে দেশের ৬৫টি শহরে মোট ১ লক্ষ নতুন ইলেকট্রিক বাস চালু করা হবে। ৫ বছরের এই প্রকল্পে যে শহরগুলিতে বাসিন্দার সংখ্যা ১০ লক্ষের বেশি, সেখানে নতুন ইলেকট্রিক বাস যেমন চালু করা হবে, তেমনই নতুন বাস ডিপো, টার্মিনাস ও বাস স্টপও তৈরি করা হবে। এর পাশাপাশি ৫০০০ কিলোমিটার সাইকেল-বান্ধব রাস্তাও তৈরি করা হবে। কেন্দ্রীয় এই প্রকল্পে আনুমানিক ১.৭৫ লক্ষ কোটি টাকা খরচ হবে।

জানা গিয়েছে, আগামী ২০২৫ সালে এই প্রকল্প শুরু হবে। ২০২৯-৩০ সালের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মূলত গণপরিবহনের সংখ্যা বাড়ানো, পরিকাঠামো উন্নয়ন, দূষণ কমানো এবং আর্থিক বৃদ্ধির লক্ষ্যেই এই প্রকল্প পরিকল্পনা করা হয়েছে।

আগামী ২০৩০ সালের মধ্য়ে গণপরিবহন ৬০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা সরকারের। ২০৩৬ সালের মধ্যে তা ৮০ শতাংশে নিয়ে যাওয়া হবে।

একইসঙ্গে কেন্দ্রের তরফে সাইকেল ব্যবহারেও জোর দেওয়া হবে। পরিবেশবান্ধব এই পরিবহনে চেপে বাস স্টপ থেকে অফিস বা বাড়ি যাতায়াত সম্ভব। এতে স্বাস্থ্যও যেমন ভাল থাকবে, তেমনই যানজট ও দূষণও কমবে। এই লক্ষ্যেই রাস্তায় আলাদাভাবে সাইকেল ট্রাক তৈরি এবং সাইকেল ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।