AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: ‘কংগ্রেস POK দিয়েছে, কিন্তু BJP তা ফিরিয়ে আনবে’, সংসদে ফের শাহি গর্জন

Amit Shah: কংগ্রেস আমলের কথা মনে করিয়ে বললেন, “আমাদের কাছে যদি পাক অধিকৃত কাশ্মীর থাকত তাহলে সন্ত্রাসবাদীরা কখনওই আসত না। কাশ্মীরে সন্ত্রাসবাদ কংগ্রেসের উপহার।” তাঁর দাবি, কংগ্রেস যেভাবে ৩৭০ ধারা সমর্থন করেছিল, তা আদতেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ, বিচ্ছন্নতাবাদীদের হাত শক্ত করেছিল।

Amit Shah: ‘কংগ্রেস POK দিয়েছে, কিন্তু BJP তা ফিরিয়ে আনবে’, সংসদে ফের শাহি গর্জন
সংসদে বিরোধীদের নিশানা অমিত শাহরImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 11:00 PM
Share

নয়া দিল্লি: একদিন আগেই লোকসভায় উঠেছিল ঝড়। বিরোধীদের তোপের পর তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যসভায় ঝড় তুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের বিরুদ্ধে। অপারেশন সিঁদুর নিয়ে চলল দীর্ঘ আলোচনা। আর তখনই কংগ্রেস আমলের কথা মনে করিয়ে বললেন, “আমাদের কাছে যদি পাক অধিকৃত কাশ্মীর থাকত তাহলে সন্ত্রাসবাদীরা কখনওই আসত না। কাশ্মীরে সন্ত্রাসবাদ কংগ্রেসের উপহার।” তাঁর দাবি, কংগ্রেস যেভাবে ৩৭০ ধারা সমর্থন করেছিল, তা আদতেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ, বিচ্ছন্নতাবাদীদের হাত শক্ত করেছিল, তাঁদের উৎসাহিত করেছিল। 

ওই কথা বলেই থামেননি শাহ। তিনি আরও বলেন, আমি যদি সেখানে থাকতাম, তাহলে দেশকে ভাঙতে দিতাম না। তাঁর জোরাল দাবি, ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের মধ্যে এক নম্বরে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য ১০০ বছরের লক্ষ্য নির্ধারণ করেছেন। এদিন শাহের কথায় বারবার ফিরে ফিরে আসে অপারেশন সিঁদুর থেকে অপারেশন মহাদেবের প্রসঙ্গ। কীভাবে অপারেশন চলেছিল, কীভাবে জঙ্গিদের খতম করা হয়েছে তার বিশদ বিবরণও দেন। এখানেই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “কংগ্রেস এই অপারেশনের নামকরণ নিয়ে প্রশ্ন তুলছে। আসলে কংগ্রেস প্রতিটি বিষয়কে হিন্দু-মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখে। অপারেশন মহাদেবে হিন্দু-মুসলিম খুঁজবেন না।”  

এরপরই আরও বড় দাবি করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “কংগ্রেস POK দিয়েছে, কিন্তু BJP তা ফিরিয়ে আনবে। আজ যদি POK আমাদের সঙ্গে থাকত, তাহলে সন্ত্রাসবাদীরা আসত না। অপারেশন সিঁদুর পাকিস্তানে ভয় তৈরি করেছে। ভয় থেকেই শান্তি আসে।” শাহের এই মন্তব্যে যে হাত শিবিরের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার রাহুল বিগ্রেড সংসদের বাইরে এ নিয়ে কী বলে!