দেশে ক্রমশ কমছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। একদিনে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। অন্য়দিকে একদিনে সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ জন, মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এক কথায় নিম্নমুখী। রাজ্যের শুক্রবার করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে ৩ হাজারের নীচে। গত ৮ এপ্রিলের পর প্রথমবার রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে নামল। স্বতি দিয়ে মৃত্যুও কমছে। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিটির হার ৫ শতাংশের সামান্য বেশি।
বিস্তারিত পড়ুন: ৮ এপ্রিলের পর রাজ্যের দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে, পজিটিভিটির হার ৫ শতাংশের সামান্য বেশি
করোনা ভাইরাসের অস্তিত্ব আগে থেকে থাকলেও কোভিড -১৯ (Covid 19) এই দুনিয়ায় একেবারে নতুন। তাই তার ভ্যাকসিনও নতুন। ভ্যাকসিন (Vaccine) নিলে শরীরে বাহ্যিক বা আভ্যন্তরীণ কী প্রতিক্রিয়া হতে পারে, সেই দ্বিধায় ভুগছেন অনেকেই। কেউ কেউ ভ্যাকসিন নিতেও ভরসা পাচ্ছেন না। পুরুষের শুক্রাণুতে ভ্যাকসিনের কোনও প্রভাব পড়ে কি না, তা খতিয়ে দেখতেই গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি সেই গবেষণা থেকে উঠে আসা তথ্যে জানা গিয়েছে, শুক্রাণুর ক্ষেত্রে ভ্যাকসিনের কোনও প্রভাব পড়ে না। ভ্যাকসিনের জন্য বন্ধ্যাত্বের কোনও সম্ভাবনাও নেই। বেশ কয়েকজনের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা।
বিস্তারিত পড়ুন: করোনার ভ্যাকসিন পুরুষের বন্ধ্যাত্বের কারণ হবে না তো? প্রকাশ্যে এল গবেষণার রিপোর্ট
কোভিড ১৯ (Covid 19) ভাইরাসটিই বিশ্বের কাছে অচেনা, তার মধ্যে আবার চোখ রাঙাচ্ছে একের পর এক নতুন ভ্যারিয়েন্ট। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভাইরাসের রূপ দেখা যাচ্ছে। সাম্প্রতিককালে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তাভাবনা করছেন চিকিৎসকেরা। এরই মধ্যে আবার হাজির হয়েছে আরও এক নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যাম্বডা’ (Lambda)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মোট ২৯টি দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই।
বিস্তারিত পড়ুন: ‘ডেল্টা’র চোখরাঙানির মাঝেই হাজির করোনার নতুন রূপ ‘ল্যাম্বডা’
ভারতে করোনা সংক্রমণের জন্য চিনকেই দুষলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার তিনি বলেন, “করোনা সংক্রমণের জেরে ভারত বিধ্বস্ত”। সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য ফের একবার চিনের কাছ থেকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইলেন তিনি।
বিস্তারিত পড়ুন: ‘করোনায় বিধ্বস্ত ভারত’, চিনের কাছে ফের ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প
দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় লকডাউনে বন্দি থাকার পর সংক্রমণের হার ৫ শতাংশের নীচ নামায় ধীরে ধীরে আনলক প্রক্রিয়া ঘোষণা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কিন্তু সেই সিদ্ধান্ত বড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা দিল্লি হাইকোর্টের। শুক্রবার দিল্লি হাইকোর্টের তরফে সতর্ক করে বলা হয়, “কোভিড নিয়মবিধি ভঙ্গ হলে সংক্রমণের তৃতীয় ঢেউই এগিয়ে আসবে।”
বিস্তারিত পড়ুন: ‘কোভিড বিধিভঙ্গই ডেকে আনবে তৃতীয় ঢেউ’, কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিস দিল্লি হাইকোর্টের
জম্মু-কাশ্মীরের ডোডার প্রত্যন্ত অঞ্চলে চলছে করোনা টিকাকরণ। সেখানে বসবাসকারী গুজ্জর, বাকারওয়াল গোষ্ঠীর মানুষদের টিকা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা সকলেই ভ্যাকসিন পেয়েছেন। চিকিৎসকরা এত দূর আসায় তাঁদের অশেষ ধন্যবাদও জানান তাঁরা।
J&K: COVID-19 vaccination drive reached Gujjars, Bakarwals community in far-flung areas of Doda
"We're very thankful to the doctors for coming here. We all get the vaccine," said a local (17.06.21) pic.twitter.com/0VufTaoPdD
— ANI (@ANI) June 17, 2021
করোনা সংক্রমমের তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা, এই আশঙ্কায় উত্তর প্রদেশের লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে শিশুদের জন্য তৈরি করা হল আইসিইউ ওয়ার্ড। ১০০ শয্যার এই ওয়ার্ডে ভেন্টিলেটরের ব্যবস্থাও রয়েছে।
#COVID19 | Lucknow: Lokbandhu Hospital prepared a dedicated Intensive Care Unit (ICU) wards for children
"We have set up ICU beds with ventilators. 100 bedded hospital has been dedicated for children," said Dr Ajay Shankar Tripthai, Medical Superintendent (17.06.21) pic.twitter.com/znfQz9rIlF
— ANI UP (@ANINewsUP) June 17, 2021
করোনা চিকিৎসায় রাতারাতি মাদ্রাসাকে রূপান্তরিত করা হল কোভিড কেয়ার সেন্টারে। কর্নাটকের হুবলিতে ২৫ শয্যার এই কোভিড কেয়ার সেন্টারটি তৈরি করা হয়েছে।
Karnataka: Madrasa converted into 25-bed COVID care centre in Hubli
A total of 25 beds are available here. Separate arrangements made for male and female patients. Round-the-clock medical assistance is available: Abdul Rehman Mulla, Secy, Kohani Masjid Committee (17.06.21) pic.twitter.com/ON2a2wupco
— ANI (@ANI) June 18, 2021
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এলেও আগামিদিনে ফের সংক্রমমের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হতেই সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে সম্প্রতিই ল্যানসেট জার্নালের তরফে ২১ জন বিশেষজ্ঞকে প্রশ্ন করা হয়। জবাবে তারা আটটি নীতি দ্রুত অনুসরণের কথা বলেন।
বিস্তারিত পড়ুন: রুখতেই হবে করোনা সংক্রমণের আগামী ঢেউ, ৮ দফা ‘মোক্ষম দাওয়াই’ ২১ বিশেষজ্ঞের