‘ডেল্টা’র চোখরাঙানির মাঝেই হাজির করোনার নতুন রূপ ‘ল্যাম্বডা’

বিশ্বের মোট ২৯টি দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

'ডেল্টা'র চোখরাঙানির মাঝেই হাজির করোনার নতুন রূপ 'ল্যাম্বডা'
ভাইরাসের এই রূপ নিয়েও রয়েছে উদ্বেগ
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 6:05 PM

জেনেভা: কোভিড ১৯ (Covid 19) ভাইরাসটিই বিশ্বের কাছে অচেনা, তার মধ্যে আবার চোখ রাঙাচ্ছে একের পর এক নতুন ভ্যারিয়েন্ট। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভাইরাসের রূপ দেখা যাচ্ছে। সাম্প্রতিককালে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তাভাবনা করছেন চিকিৎসকেরা। এরই মধ্যে আবার হাজির হয়েছে আরও এক নতুন ভ্যারিয়েন্ট ‘ল্যাম্বডা’ (Lambda)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মোট ২৯টি দেশে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই।

দক্ষিণ আমেরিকায় প্রথম এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। ২০২০-র অগস্টে প্রথম এই ভ্যারিয়েন্ট দেখা যায়। পরে ২০২১-এ পেরুতে হাজির হয় এটি। পেরুতে গত এপ্রিল থেকে ৮১ শতাংশ করোনা আক্রান্তের শরীরেই এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। চিলির ৩২ শতাংশের ক্ষেত্রেও মিলেছে এই ভ্যারিয়েন্টের হদিশ।

করোনার একগুচ্ছ ভ্যারিয়েন্টের মধ্যে কোনও কোনোটিকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করছে হু। ল্যাম্বডাও সেই দলেই নাম লিখিয়েছে। হু জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডির বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে আরও বেশি গবেষণা হবে বলে জানিয়েছেন গবেষকরা।

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন পুরুষের বন্ধ্যাত্বের কারণ হবে না তো? প্রকাশ্যে এল গবেষণার রিপোর্ট

সম্প্রতিই বিভিন্ন দেশে প্রথম খোঁজ মেলা করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের নামকরণ করা হয়েছে। বি.১.৬১৭.১ভ্যারিয়েন্টকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টকে ‘ডেল্টা’ নামকরণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনার এই ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তবে ওই ভ্যারিয়েন্টও তিনবার মিউটেট হয়ে তিনটি স্ট্রেনে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এরমধ্যে একটি স্ট্রেনকেই “উদ্বেগজনক” বলে চিহ্নিত করেছে।