Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tax on IPL Match Ticket: একটা ৪০০০ টাকার IPL টিকিটে কত টাকা সরকার লাভ করে, জানেন!

Tax: আচ্ছা, কখনও মাঠে গিয়ে আইপিএলের কোনও ম্যাচ দেখেছেন? জানেন ঠিক কত টাকা কর দিয়েছেন আপনি? আইপিএলের ম্যাচের টিকিটের দামের উপর দুই ধরণের কর বসে।

Tax on IPL Match Ticket: একটা ৪০০০ টাকার IPL টিকিটে কত টাকা সরকার লাভ করে, জানেন!
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 2:15 PM

সাধারণ মানুষ যে দেশের কর ব্যবস্থা নিয়ে চিন্তিত সেটা সারাবছর নেট দুনিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। তবে এবারের বাজেট অধিবেশনে সাধারণ মধ্যবিত্তের করের চাপ কিছুটা হলেও লাঘব করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বর্তমানে ১২ লক্ষ ৭৫ হাজার টাকার উপর কারও আয় হলে তবেই তাকে আয়কর দিতে হবে। কিন্তু বিষয়টা শুধুই আয়কর নয়, একাধিক বিষয়ে অনেকটা পরিমাণ দিতে হয় সাধারণ ভারতীয়দের।

আচ্ছা, কখনও মাঠে গিয়ে আইপিএলের কোনও ম্যাচ দেখেছেন? জানেন ঠিক কত টাকা কর দিয়েছেন আপনি? আইপিএলের ম্যাচের টিকিটের দামের উপর দুই ধরণের কর বসে। প্রথমটা হল বিনোদন কর। তার উপর বসে জিএসটি। আর এই দ্বৈত করের চাপে প্রায় ৭১ শতাংশ দাম বেড়ে যায় একটি ম্যাচ টিকিটের।

কর সংক্রান্ত সমস্যার সমাধানকারী efiletax নামের একটি সংস্থা তাদের এক্স হ্যান্ডেল থেকে আইপিএলের চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচের একটি টিকিটের ছবি পোস্ট করেছে। যে টিকিটের মূল্য ৪ হাজার টাকা। যদিও টিকিটের মধ্যে ভেঙে দেখানো হয়েছে কোন খাতে কত টাকা কর নেওয়া হচ্ছে।

ওই পোস্টে দেখানো আইপিএলের ম্যাচ টিকিট অনুযায়ী টিকিটের বেসিক মূল্য ২ হাজার ৩৪৩ টাকা ৭৫ পয়সা। এর উপর যোগ হয়েছে ২৫ শতাংশ বিনোদন কর। যার অর্থমূল্য ৭৮১ টাকা ২৫ পয়সা। আর তার উপর যোগ হচ্ছে ২৮ শতাংশ জিএসটি। অর্থাৎ, জিএসটি বসার আগে টিকিটের দাম হয়েছে ৩ হাজার ১২৫ টাকা। এবার ওই ৩ হাজার ১২৫ টাকার উপর যোগ হচ্ছে ২৮ শতাংশ জিএসটি। এর মধ্যে ১৪ শতাংশ কেন্দ্রীয় জিএসটি। যার অর্থমূল্য ৪৩৭ টাকা ৫০ পয়সা। বাকি ১৪ শতাংশ রাজ্যের জিএসটি। আর সম মিলিয়ে টিকিটের দাম দাঁড়াচ্ছে ৪ হাজার টাকা।

এখানে সবচেয়ে বড় সমস্যা হল, প্রথমে আরোপিত বিনোদন করের উপর আবার ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হয়। অর্থাৎ করের উপর কর দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে শুধুমাত্র আইপিএল নয়, এমন দ্বৈত কর ব্যবস্থা প্রযোজ্য একাধিক ক্ষেত্রে। কোনও কনসার্ট, কোনও সিনেমা, কোনও স্ট্যান্ড-আপ কমেডি শো বা কোনও উৎসব, যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়: এই সব ক্ষেত্রেই এমন দ্বৈত কর দিতে হয় সাধারণ মানুষকে।