Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় করোনায় ২৯ মৃত্যু রাজ্যে, ২.৭৪ শতাংশে নামল পজিটিভিটির হার

| Edited By: | Updated on: Jul 01, 2021 | 12:24 AM

COVID-19 Update: দেশে এখনও অবধি মোট ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন করোনা টিকা পেয়েছেন।

Corona Cases Lockdown News: শেষ ২৪ ঘণ্টায় করোনায় ২৯ মৃত্যু রাজ্যে, ২.৭৪ শতাংশে নামল পজিটিভিটির হার
নিম্নমুখী করোনা সংক্রমণ ছবি- টুইটার

অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৮১৭ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৭২৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪। এখনও অবধি দেশে মোট ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন করোনা টিকা পেয়েছেন। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Jun 2021 09:04 PM (IST)

    শেষ ২৪ ঘণ্টায় করোনায় ২৯ মৃত্যু রাজ্য়ে, ২.৭৪ শতাংশে নামল পজিটিভিটির হার

    দেড় হাজারের নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। গত দু’দিন যাবৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর বুধবার ফের একবার তা কমেছে। আশা জাগাচ্ছে জেলায় জেলায় নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। এ দিন রাজ্যের ১৪ টি জেলায় নতুন করে প্রাণ কাড়েনি করোনা। কিন্তু, উত্তর ২৪ পরগনার মতো জেলায় মৃত্যু এখনও দুই সংখ্যায়। মৃত্যু বেড়েছে নদিয়াতেও। বুধবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৫ জন।

    শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। তার আগের দিন ৩২। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ৫৮৫ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৯৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৪ শতাংশ।

    সবিস্তারে পড়ুন: বাংলার কোভিড সংক্রমণ দেড় হাজারের নীচে, মৃত্যুহীন ১৪ জেলা, ভাবাচ্ছে নদিয়া ও ২৪ পরগনা

  • 30 Jun 2021 06:08 PM (IST)

    ২ সেকেন্ডে করোনা পরীক্ষা, চোখ ধাঁধানো আবিষ্কার কলকাতার ৪ পড়ুয়ার

    আরটিপিসিআর বা অ্যান্টিজেন টেস্ট নয়, করোনা (COVID 19) ধরবে কৃত্রিম বুদ্ধিমত্তা। খাস কলকাতার ৪ পড়ুয়ার হাত ধরে আত্মপ্রকাশ www.covid-ai.in-এর। ফুসফুসের এক্স-রে করে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করলেই তৎক্ষণাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা জানিয়ে দেবে আপনি করোনা আক্রান্ত কি না! রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ পড়ুয়ার দাবি, তৃতীয় ঢেউয়ে করোনা পরীক্ষার ক্ষেত্রে চিকিৎসকদের সাহায্য করবে তাঁদের ওয়েবসাইট।

    বিস্তারিত পড়ুন: এক্সক্লুসিভ: ২ সেকেন্ডে করোনা পরীক্ষা, চোখ ধাঁধানো আবিষ্কার কলকাতার ৪ পড়ুয়ার

  • 30 Jun 2021 02:34 PM (IST)

    কোভ্যাক্সিন চুক্তিতে ব্রাজিলের স্থগিতাদেশ, সাফাই দিল প্রস্তুতকারক সংস্থা

    'কোনও ভুলপথ ধরা হয়নি', কোভ্যাক্সিন চুক্তিতে ব্রাজিলের স্থগিতাদেশ নিয়ে মুখ খুলল সংস্থা

    ব্রাজিলের সঙ্গে ১৬০০ কোটি টাকার কোভ্যাক্সিন চুক্তিতে স্থগিতাদেশ জারি করার ঘোষণার পরই মুখ খুলল ভারত বায়োটেক (Bharat Biotech)। এ দিন প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়, তারা সমস্ত নিয়ম অনুসরণ করেই চুক্তি করা হয়েছিল।

    বিস্তারিত পড়ুন: 'কোনও ভুলপথ ধরা হয়নি', কোভ্যাক্সিন চুক্তিতে ব্রাজিলের স্থগিতাদেশ নিয়ে মুখ খুলল সংস্থা

  • 30 Jun 2021 02:32 PM (IST)

    শুনশান টিকাকেন্দ্র, চরম টিকা ঘাটতির মুখে ঝাড়খণ্ড

    ফের টিকা ঘাটতি দেখা গেল ঝাড়খণ্ডে। পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় অধিকাংশ টিকাকেন্দ্রই বন্ধ। যে কয়েকটি কেন্দ্রের টিকাকরণ চলছে, তার বাইরে লম্বা লাইন। স্থানীয়দের দাবি, টিকাকরণের জন্য সঠিক ব্যবস্থা করুক সরকার। টিকাকরণ নিয়ে কোনও তথ্যই জানতে পারছেন না সাধারণ মানুষ।

  • 30 Jun 2021 02:29 PM (IST)

    ৬ সপ্তাহ সময়, করোনায় মৃতদের ক্ষতিপূরণের নির্দেশ শীর্ষ আদালতের

    'করোনায় মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ দিতেই হবে', কেন্দ্রকে ৬ সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট

    করোনা সংক্রমণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতেই হবে, বুধবার এ কথা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিবার পিছু কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কী কী গাইডলাইন মেনে এই ক্ষতিপূরণ দেওয়া হবে, তা স্থির করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ(National Disaster Management Authority)-কে ছয় সপ্তাহের সময় দিল শীর্ষ আদালত।

    বিস্তারিত পড়ুন: 'করোনায় মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ দিতেই হবে', কেন্দ্রকে ৬ সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট

  • 30 Jun 2021 02:28 PM (IST)

    ফের বদল টিকানীতিতে, কো-উইনের মাধ্যমে দিতে হবে টিকার অর্ডার

    প্রস্তুতকারক সংস্থা নয়, কেন্দ্রের নয়া নিয়মে বেসরকারি হাসপাতালকে টিকার বরাত দিতে হবে ঘুরপথে

    সরাসরি প্রস্তুতকারক সংস্থার থেকে নয়, এ বার থেকে বেসরকারি হাসপাতালগুলিকে করোনা ভ্যাকসিন কেনার জন্য কো-উইনের মাধ্যমেই অর্ডার দিতে হবে। একইসঙ্গে প্রতিটি বেসরকারি হাসপাতাল এক মাসে সর্বোচ্চ কত সংখ্যক ভ্যাকসিনের অর্ডার দিতে পারবে, তাও বেঁধে দিল সরকার।

    বিস্তারিত পড়ুন: প্রস্তুতকারক সংস্থা নয়, কেন্দ্রের নয়া নিয়মে বেসরকারি হাসপাতালকে টিকার বরাত দিতে হবে ঘুরপথে 

  • 30 Jun 2021 10:28 AM (IST)

    চণ্ডীগঢ়েও খোঁজ মিলল ডেল্টা প্লাস আক্রান্তের

    এ বার চণ্ডীগঢ়েও মিলল ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ। কয়েকদিন আগেই ওই রোগীর সন্ধান মেলে। এরপরই কন্টাক্ট ট্রেসিং শুরু হয়। তবে বাকি কারোর দেহে ওই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে।

  • 30 Jun 2021 10:24 AM (IST)

    অসমের হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ করোনা রোগীর, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

    রাতের ডিউটিতে বেপাত্তা চিকিৎসকরা, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ করোনা রোগীর

    রাতে ডিউটি থাকলেও দেখা মেলেনি কোনও চিকিৎসকের। ২৪ ঘণ্টায় মৃত্যু হল ১২ জন করোনা রোগীর (COVID Patient Death)। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Gauhati Medical College and Hospital)। ইতিমধ্যেই চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

    বিস্তারিত পড়ুন: রাতের ডিউটিতে বেপাত্তা চিকিৎসকরা, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ করোনা রোগীর

  • 30 Jun 2021 10:23 AM (IST)

    ২০ হাজার পার করল মিজোরামে করোনা আক্রান্তের সংখ্যা

    গত ২৪ ঘণ্টায় মিজোরামে নতুন করে ২৫৬ জন করোনা আক্রান্ত হওয়ায় রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৭১-এ। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭৫।

  • 30 Jun 2021 10:21 AM (IST)

    কোভ্যাক্সিন চুক্তিতে স্থগিতাদেশ জারি করল ব্রাজিল

    'কোভ্যাক্সিন চুক্তি'তে বেনিয়মের অভিযোগ, জলঘোলা হতেই চুক্তি স্থগিত রাখল ব্রাজিল

    কোভ্যাক্সিন (Covaxin) কেনা ঘিরে বিতর্ক চরমে উঠতেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিল ব্রাজিল(Brazil)। মঙ্গলবার সে দেশের স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

    বিস্তারিত পড়ুন: 'কোভ্যাক্সিন চুক্তি'তে বেনিয়মের অভিযোগ, জলঘোলা হতেই চুক্তি স্থগিত রাখল ব্রাজিল

  • 30 Jun 2021 10:19 AM (IST)

    করোনা বিধি ভাঙায় ৫ জুলাই অবধি বন্ধ দিল্লির একাধিক বাজার

    আনলকের অন্যতম শর্ত ছিল করোনাবিধি অনুসরণ। কিন্তু সেই নিয়মই ভঙ্গ করায় আগামী ৫ জুলাই অবধি দিল্লির লক্ষ্মীনগর বাজার, মঙ্গল বাজার, বিজয় চক, সুভাষ চক, জগত্রাম পার্ক, গুরু রামদাস নগর বাজার বন্ধ থাকবে।

Published On - Jun 30,2021 9:52 AM

Follow Us: