‘করোনায় মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ দিতেই হবে’, কেন্দ্রকে ৬ সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট
Supreme Court on Compensation for COVID Victim's Family: বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহ বলেন, "পরিবার পিছু কত টাকা দেওয়া হবে, তা স্থির করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরই দেওয়া হচ্ছে।"
নয়া দিল্লি: করোনা সংক্রমণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতেই হবে, বুধবার এ কথা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিবার পিছু কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কী কী গাইডলাইন মেনে এই ক্ষতিপূরণ দেওয়া হবে, তা স্থির করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ(National Disaster Management Authority)-কে ছয় সপ্তাহের সময় দিল শীর্ষ আদালত।
করোনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারকে ন্যূনতম সাহায্য, যার মধ্যে আর্থিক সহায়তাও অন্তর্ভুক্ত, তা দেওয়ার দায়িত্ব জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ সেই দায়িত্ব পূরণ না করায় তুমুল সমালোচনা করে শীর্ষ আদালত। ক্ষতিপূরণের অঙ্ক বা নিয়ম স্থির করা আদালতের দায়িত্ব নয়, এ কথাও জানায় আদালত।
বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চের তরফে বলা হয়, “করোনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ন্যূনতম নিয়মবিধি মেনে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করার নির্দেশ দেওয়া হচ্ছে। পরিবার পিছু কত টাকা দেওয়া হবে, তা স্থির করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরই দেওয়া হচ্ছে।”
সম্প্রতি শীর্ষ আদালতের তরফে করোনায় মৃতদের সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও ফের একবার মনে করিয়ে দেওয়া হয়। যে সমস্ত পরিবার ডেথ সার্টিফিকেট নিয়ে সন্তুষ্ট নয়, সেই সার্টিফিকেট সংশোধনের জন্যও দ্রুত কোনও পদ্ধতি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
করোনায় মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে যে আবেদন করা হয়েছিল, আজ সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেওয়া হয়। চলতি মাসেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রায় চার লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এত সংখ্যক মানুষকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: প্রস্তুতকারক সংস্থা নয়, কেন্দ্রের নয়া নিয়মে বেসরকারি হাসপাতালকে টিকার বরাত দিতে হবে ঘুরপথে