Murder Case: ভাগ্য ফেরাতে ‘নরবলি’, দুই মহিলাকে খুন করে দেহ মাটিতে পুঁতল কেরলের দম্পতি
Kerala: পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার নাম রোসেলিন এবং পদ্মা। কেরলের এর্নাকুলামের ভিন্ন এলাকায় বাড়ি তাঁদের। তাঁরা দুজনেই লটারির টিকিট বিক্রি করতেন বলে জানা গিয়েছে।
কোচি: নরবলি দিলে আর্থিক অবস্থার উন্নতি হবে। সুদিন ফিরে আসবে। এই ধারণার বশবর্তী হয়ে দুই মহিলাকে খুন করার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেরলে। মঙ্গলবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ব্ল্যাক ম্যাজিকের বশবর্তী হয়েই অভিযুক্ত দম্পতি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, খুন হওয়া দুই মহিলারেই বয়স ৫০ বছরের আশপাশে।
পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার নাম রোসেলিন এবং পদ্মা। কেরলের এর্নাকুলামের ভিন্ন এলাকায় বাড়ি তাঁদের। তাঁরা দুজনেই লটারির টিকিট বিক্রি করতেন বলে জানা গিয়েছে। এর্নাকুলাম থেকে জুন মাসে রোসেলিন এবং সেপ্টেম্বর মাসে পদ্মা নিখোঁজ হয়ে যান বলে জানা গিয়েছে। এর পরই তাঁদের টুকরো করা দেহ পাথানামত্থিতা জেলার থিরুভাল্লা শহরের ভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে ওই দম্পতি থিরুভাল্লার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তির নাম ভগবন্ত সিং। তিনি মাসাজ থেরাপিস্টের কাজ করেন। তাঁর স্ত্রীর নাম লাইলা। পুলিশ জানিয়েছে, ভগবন্ত ও লাইলা বিশ্বাস করতেন এই খুন তাঁদের জীবনকে বদলে দেবে। প্রচুর অর্থের মালিক হয়ে উঠবেন তাঁরা। সেই ধারণার বশবর্তী হয়েই এই খুন করেন তাঁরা। রোসেলিন ও পদ্মার গলা কেটে তাঁদের দেহ টুকরো টুকরো করে কেটে অভিযুক্তরা শহরের ভিন্ন প্রান্তে মাটির নীচে পুঁতে দিয়ে আসেন। এই কাজে তাঁদের সাহায্য করেছিলেন মহম্মদ শাফি নামে ব্যক্তি। তিন জনকেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের সন্দেহ, মহম্মদ শাফিই দুই মহিলাকে এর্নাকুলাম থেকে অপরহণ করে ওই দম্পতির বাড়িতে এনেছিলেন।
ঘটনা নিয়ে কোচির পুলিশ কমিশনার নাগারাজু চাকিলাম বলেছেন, “ঘটনার তদন্তে দেখা গিয়েছে নিখোঁজ মহিলাদের অপরহণ করে দম্পতির বাড়িতে আনা হয়েছিল। থিরুভাল্লায় মহিলাদের দেহ টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। এই দম্পতি স্বীকার করেছেন, এই খুন করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। সে জন্যই এই কাজ করেছেন।” এই ঘটনায় এখনও অনেক রহস্য লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। তিনি জানিয়েছেন, তদন্ত এগোলে কেন তাঁরা খুন করলেন, এই কাজে আর কেউ জড়িত রয়েছেন কি না। এ সব বিষয়গুলি জানা যাবে।