AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafale Jets in India: ঘাটতি মেটাতে রাফালে জোর! দেশীয় প্রযুক্তি ১১৪টি যুদ্ধবিমান তৈরির প্রস্তাব বায়ুসেনার

IAF Proposed Hundreds of Rafale Jets: আপাতত তারাও ব্যাপারটা একটু খতিয়ে দেখবে বলেই জানিয়েছে। সব কিছু ঠিকঠাক মনে হলে, তা পাঠিয়ে দেওয়া হবে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিফেন্স অ্য়াকিউজিশন কাউন্সিলের কাছে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Rafale Jets in India: ঘাটতি মেটাতে রাফালে জোর! দেশীয় প্রযুক্তি ১১৪টি যুদ্ধবিমান তৈরির প্রস্তাব বায়ুসেনার
তৈরি হবে রাফাল?Image Credit: PTI
| Updated on: Sep 13, 2025 | 9:16 PM
Share

নয়াদিল্লি: দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি করতে হবে রাফাল। প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রস্তাব জমা ভারতীয় বায়ুসেনার। ফরাসি বিমান নির্মাণকারী সংস্থা দাসোর সহযোগিতায় তৈরি হবে রাফাল যুদ্ধবিমান। যা এবার ৩৬টিতেই শেষ নয়, প্রয়োজন ১১৪টি। যার জন্য খরচ পড়বে ২ লক্ষ কোটি টাকা।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে ১১৪টি রাফাল যুদ্ধবিমান চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেই প্রস্তাবে তারা জানিয়েছে, ২ লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করা এই শতাধিক যুদ্ধবিমানে ৬০ শতাংশ যন্ত্রাংশই হতে হবে ভারতীয়। বায়ুসেনার এই প্রস্তাব ফেলে দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। আপাতত তারাও ব্যাপারটা একটু খতিয়ে দেখবে বলেই জানিয়েছে। সব কিছু ঠিকঠাক মনে হলে, তা পাঠিয়ে দেওয়া হবে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিফেন্স অ্য়াকিউজিশন কাউন্সিলের কাছে। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, এক দশক আগেই এই ফরাসি সংস্থা দাসো অ্য়াভিয়েশনের সঙ্গে রাফাল চুক্তির সময় বায়ুসেনা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে মোট ১২৬টি রাফাল যুদ্ধবিমানের দাবি জানিয়েছিল। কিন্তু পরিবর্তে ফরাসি সংস্থা ৩৬টি যুদ্ধবিমান তৈরির বরাত দেয় কেন্দ্র। এদিকে সম্প্রতি বাতিল হয়ে গিয়েছে মিগ-২১ ও মিগ-২৩, যার জেরে বায়ুসেনার ভাঁড়ারেও যুদ্ধবিমানের ঘাটতি দেখা গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। এই পরিস্থিতিতে কেন্দ্র যদি ওই ১১৪টি বিমান তৈরিতে রাজি হয়ে যায়, তা হলে আগের তুলনায় অনেকটা শক্তিশালী হয়ে উঠবে দেশের আকাশরক্ষীরা।