Delhi Election: ‘মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি’, নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরক দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Delhi Election: তবে প্রস্তাব খারিজ করার দরুন যে সিসোদিয়াকে ভুগতে হবে, সেই হুঁশিয়ারিটাও নাকি আগাম দিয়েছিল বিজেপি। তাঁর কথায়, 'প্রস্তাব খারিজ করায়, তাঁরা আমায় আজীবন গরাদের পিছনে রেখে দেওয়ার হুমকি দিয়েছিল।'
নয়াদিল্লি: হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরই দিল্লিতে শুরু নির্বাচন। আর তার আগেই যুযুধান শাসক-বিরোধী গোষ্ঠী। চড়ছে রাজনৈতিক পারদ। এবার সেই আবহে আরও এক ধাপ উত্তাপ বাড়িয়ে দিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। বিজেপির থেকে মিলেছিল মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব, দাবি মণীশ সিসোদিয়ার।
সিসোদিয়ার মুখ্যমন্ত্রীত্ব
সিসোদিয়ার দাবি, তিহার জেলে থাকাকালীন তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল পদ্ম শিবির। পাশাপাশি, তারা জানিয়ে দিয়েছিল যে শুধুই জেলমুক্তি নয়। আপের বিধায়কদের ভাঙিয়ে নতুন সরকার গড়বে তাঁরা। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী পদে বসানো হবে তাঁকে।
তবে প্রস্তাব খারিজ করার দরুন যে সিসোদিয়াকে ভুগতে হবে, সেই হুঁশিয়ারিটাও নাকি আগাম দিয়েছিল বিজেপি। তাঁর কথায়, ‘প্রস্তাব খারিজ করায়, তাঁরা আমায় আজীবন গরাদের পিছনে রেখে দেওয়ার হুমকি দিয়েছিল।’
তবে এখানেই থামেননি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘বিজেপি আমাকে শুনিয়ে দিয়েছিল, হয় আমাকে কেজরীবালের সঙ্গে ছাড়তে হবে, আর নয় তো জেলেই পচতে হবে। ওরা জানত যে আমি নানা জটিলতায় ফেঁসে রয়েছি। আমার স্ত্রী অসুস্থ। ছেলে এখনও পড়াশোনা করছে। তারপরও ওরা এই ভাবে আমার উপর চাপ তৈরি করার চেষ্টা করছিল। আসলে এটাই ওদের বরাবরের কৌশল। ওরা অন্য দল থেকে নেতাদের কিনে এনে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে থাকে।’
প্রসঙ্গত, আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজনৈতিক তাপ বাড়ছে রাজধানীতে। গতকালই ফের বিজেপির বিরুদ্ধে গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ তোলেন অরবিন্দ কেজরীবাল। হরি নগরে জনসভায় যাচ্ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই ফাঁকে ভিড়ের মধ্যে নাকি তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা, দাবি কেজরীবালের।