ছাত্রীদের লিখতেন ‘I Love You Baby’, রাতে ডাকতেন ঘরে! সোজা শ্রীঘরে ঠাঁই স্বঘোষিত ধর্মগুরুর
Physical Harassment: শ্রী সারদা ইন্সটিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চের ডিরেক্টর পদে ছিলেন স্বামী চৈতন্যনন্দ। এই শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও পড়ার সুযোগ দেওয়া হয়। এই স্কিমে পড়াশোনা করা ১৭ জন ছাত্রী সম্প্রতিই ডিরেক্টরের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও হেনস্থার অভিযোগ আনে।

নয়া দিল্লি: স্বঘোষিত ধর্মগুরু তিনি। ধর্মের পাঠ দেওয়ার বদলে ছাত্রীদের সঙ্গে করতেন অশ্লীল কাজ। পাঠাতেন নোংরা নোংরা মেসেজ। দিল্লির সেই স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে ১৭ জন ছাত্রী অভিযোগ জানানোর পরই বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে তাঁর হদিশ মিলল। ধর্মগুরুকে আজ, রবিবার ভোর রাতে আগ্রার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
শ্রী সারদা ইন্সটিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চের ডিরেক্টর পদে ছিলেন স্বামী চৈতন্যনন্দ। এই শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও পড়ার সুযোগ দেওয়া হয়। এই স্কিমে পড়াশোনা করা ১৭ জন ছাত্রী সম্প্রতিই ডিরেক্টরের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও হেনস্থার অভিযোগ আনে। তারা জানায়, চৈতন্যনন্দ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতেন, কুরুচিকর মেসেজ পাঠাতেন, এমনকী শারীরিক সম্পর্ক স্থাপনও করতেন। প্রতিষ্ঠানের কর্মীরাই ছাত্রীদের জোর করতেন ধর্মগুরুর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য।
এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ লুক-আউট নোটিস জারি করে। তাঁকে ডিরেক্টর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।আজ, ভোর সাড়ে ৩টে নাগাদ ৬২ বছরের ধর্মগুরুকে আগ্রা থেকে গ্রেফতার করা হয়।
