Andhra Pradesh: ভোররাতে বেসরকারি হাসপাতালে আগুন, ছেলে-মেয়ে-সহ পুড়ে মৃত্যু চিকিৎসকের
Andhra Pradesh: রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার রেনিগুন্টা এলাকায় এক নবনির্মিত বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে তাঁদের একজন চিকিৎসক এবং তাঁর দুই সন্তান।
হায়দরাবাদ: রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার রেনিগুন্টা এলাকায় এক নবনির্মিত বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। আরও দুই জনকে দগ্ধ হাসপাতাল ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে মৃত তিনজন, এক চিকিৎসক এবং তাঁর দুই সন্তান বলে সনাক্ত করা হয়েছে। নির্মিয়মাণ হাসপাতাল ভবনটির উপরেই বসবাস করত ওই চিকিৎসকের পরিবার।
পুলিশ জানিয়েছে, এদিন ভোরে রেনিগুন্টার বসন্ত নগরে নির্মিয়মাণ কার্তিকেয় হাসপাতালে আগুন লাগে। ভোর ৪টে বেজে ৫০ মিনিটে তাঁদের কাছে আগুন লাগার খবর এসেছিল। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন হাসপাতালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
A doctor, Dr Ravishankar, & his two children, Siddhartha,11, & Karthika,6,were burnt alive in fire that broke out early hours in their newly built hospital @Renigunta #Chittoor district #AndhraPradesh; doctors wife Dr Anantalakshmi & mother Ramasubbamma survived @ndtv @ndtvindia pic.twitter.com/y2FkEhWcz1
— Uma Sudhir (@umasudhir) September 25, 2022
ঘটনায় ডা. রবিশঙ্কর রেড্ডি নামে এক চিকিৎসক এবং তাঁর ছেলে, ১২ বছরের কিশোর ভরত এবং তাঁর মেয়ে ৬ বছরের কিশোরী কার্তিকা প্রাণ হারান। ডা. রেড্ডির স্ত্রীও একজন চিকিৎসক, ডা. অনন্ত লক্ষ্মী। তাঁকে ও রবিশঙ্কর রেড্ডির বৃদ্ধা মাকে স্থানীয়রা অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা ভরত এবং কার্তিকাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে অন্য এক হাসপাতালে পাঠিয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। চিকিৎসকের স্ত্রী ও মায়ের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছে পুলিশ।
Dr Ravishankar family was living in the top floor of the Kartika hospital building in #Renigunta, after #Fire broke Doctor and his daughter Kartika and son Bharat lost their lives. His wife Dr Lakshmi and mother were rescued.#fireaccident #HospitalFire #Tirupati #AndhraPradesh pic.twitter.com/cnLtcudwg8
— Surya Reddy (@jsuryareddy) September 25, 2022
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বিস্তারিত তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তাদের মতে, কার্তিকেয় হাসপাতালের প্রথম তলেই আগুন লেগেছিল। সেখান থেকেই দ্বিতীয় তলায় আগুন ধরে যায়। ডাঃ রবিশঙ্কর রেড্ডি এবং তাঁর ছেলে-মেয়েরা ভবনটিতে আটকে পড়েছিল।