Haryana Assembly Election 2024: বদলে গেল হরিয়ানার ভোটের দিন, পিছিয়ে গেল রেজাল্টও

Haryana Assembly Election 2024: আগামী ৫ অক্টোবর হরিয়ানার নির্বাচন হবে। নির্বাচনের ফল প্রকাশের তারিখও পরিবর্তন হয়েছে। ৪ তারিখের বদলে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৮ অক্টোবর। 

Haryana Assembly Election 2024: বদলে গেল হরিয়ানার ভোটের দিন, পিছিয়ে গেল রেজাল্টও
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Aug 31, 2024 | 7:02 PM

নয়া দিল্লি: বদলে গেল হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। শনিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে হরিয়ানা বিধানসভা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হল। আগামী ৫ অক্টোবর হরিয়ানার নির্বাচন হবে। নির্বাচনের ফল প্রকাশের তারিখও পরিবর্তন হয়েছে। ৪ তারিখের বদলে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৮ অক্টোবর।

আগে জম্মু-কাশ্মীরের নির্বাচনের তৃতীয় দফার সঙ্গেই হরিয়ানায় এক দফায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপি সহ একাধিক রাজনৈতিক দলের তরফে হরিয়ানা বিধানসভা নির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন জানায়। এরপরই আজ নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হল যে ১ অক্টোবরের বদলে আগামী ৫ অক্টোবর হরিয়ানায় নির্বাচন হবে।

এই খবরটিও পড়ুন

জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একাধিক জাতীয়, আঞ্চলিক রাজনৈতিক দল ও অল ইন্ডিয়া বিষ্ণোই মহাসভা নির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছিল কারণ ওই দিন হরিয়ানার বিষ্ণোই সম্প্রদায়ের উৎসব রয়েছে। বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন, এর কারণে বিধানসভা নির্বাচনে ভোটারদের সংখ্যা কমে যেতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)