Bangladeshi Nationals detained: লুকিয়ে পার পাওয়া যাবে না, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বুঝিয়ে দিচ্ছে দিল্লি পুলিশ

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Jan 01, 2025 | 11:50 PM

Bangladeshi Nationals detained: গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির মহীপালপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায় দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের অ্যান্টি স্ন্যাচিং সেল। সেখানেই সন্দেহভাজন ১১ জনের পরিচয়পত্র খতিয়ে দেখে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি পুলিশ।

Bangladeshi Nationals detained: লুকিয়ে পার পাওয়া যাবে না, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বুঝিয়ে দিচ্ছে দিল্লি পুলিশ
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়াদিল্লি: অবৈধভাবে ভারতে বসবাস। এমন বাংলাদেশিদের নিয়ে বাড়ছে মাথাব্যথা। আর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরতেই অভিযানে নেমেছে দিল্লি পুলিশ। সেই অভিযানে নেমেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দিল্লিতে থেকে যাওয়ার কারণে ১১ জন বাংলাদেশিকে আটক করল দিল্লি পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির মহীপালপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায় দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের অ্যান্টি স্ন্যাচিং সেল। সেখানেই সন্দেহভাজন ১১ জনের পরিচয়পত্র খতিয়ে দেখে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, গত সপ্তাহে ৮ জন বাংলাদেশিকে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকা থেকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে। তাঁরা অবৈধভাবে ভারতে থাকছিলেন।

এই খবরটিও পড়ুন

সম্প্রতি দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী অভিযানও শুরু করেছে দিল্লি পুলিশ। আবার জানা গিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লি পুলিশে বাংলাভাষীদের নিয়োগ করা হবে। ফের সক্রিয় করা হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। সূত্রের খবর, প্রত্যেক সেলে ৫ থেকে ১০ জন করে পুলিশ অফিসার থাকবেন, যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন।

 

Next Article