GST 2.0 চালু হওয়ার আগেই GST 3.0-র প্ল্যান তৈরি কেন্দ্রের? কী বললেন নির্মলা সীতারামন?
GST Reform: নতুন জিএসটি কাঠামো ঘোষণার পরই সরকার জানিয়েছিল, সাধারণ মানুষ ও মধ্যবিত্তরাই মূল ফোকাস। অত্যাবশ্যকীয় যে জিনিসগুলি, তাতে সবথেকে কম হারে কর বসানো হবে, লাক্সারি পণ্যে বেশি কর বসানো হবে।

নয়া দিল্লি: দেশে চালু হচ্ছে নতুন জিএসটি ব্যবস্থা (GST Reform) জিএসটি ২.০ চালু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকে। থাকবে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশের জিএসটি স্ল্য়াব। তুলে দেওয়া হয়েছে ১২ শতাংশ ও ২৮ শতাংশের জিএসটি স্ল্যাব। তবে জিএসটি ২.০-তেই সীমিত নয়, সরকারের পরিকল্পনা আরও দীর্ঘ। এবার জিএসটি ৩.০-ও আসতে চলেছে, তার ইঙ্গিত দিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাখ্যা করেন যে ২০১৭ সালে জিএসটি ১.০ আনা হয়েছিল, যেখানে গোটা দেশকে একটি কর কাঠামোর অধীনে আনা হয়েছিল। জিএসটি ২.০, যা এই জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে করের সরলীকরণ করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে জিএসটি ৩.০ আরও সংস্কার আনতে পারে।
অর্থমন্ত্রী বলেন যে যখন প্রথম জিএসটি চালু হয়েছিল, তখন সকলে তা গেম চেঞ্জার হিসাবে প্রশংসা করেছিলেন। কেন্দ্র ও রাজ্যকে একই ছাতার তলায় আনা হয়েছিল। জিএসটি ২.০-তে সেই কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করা হয়েছে দুটি কর স্ল্য়াব এনে। সরকার আরও স্বচ্ছতা আনতে চায়। ব্যবসা সহজ করে এবং সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমানোই উদ্দেশ্য সরকারের।
নতুন জিএসটি কাঠামো ঘোষণার পরই সরকার জানিয়েছিল, সাধারণ মানুষ ও মধ্যবিত্তরাই মূল ফোকাস। অত্যাবশ্যকীয় যে জিনিসগুলি, তাতে সবথেকে কম হারে কর বসানো হবে, লাক্সারি পণ্যে বেশি কর বসানো হবে। নুন ও চিনি এক স্ল্য়াবে থাকলেও, চিনি যুক্ত পানীয় ও অন্যান্য মিষ্টি পণ্যগুলির উপরে আলাদা কর বসানো হবে। শিক্ষা ব্যবস্থাতেও স্বচ্ছতা আনা হবে। স্কুলের জিনিস করমুক্ত করা হবে, বাণিজ্যিক কোচিং সেন্টারে সেই ছাড় দেওয়া হবে না।
কর কমানোর ফলে যে লাভ হবে, তা যেন গ্রাহকদের কাছে পৌঁছয়, সেটাই লক্ষ্য সরকারের। নির্মলা সীতারামন এ প্রসঙ্গে বলেন, “২২ সেপ্টেম্বরের পর এই নজরদারির বড় কাজ থাকবে আমাদের। কম দামে পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন যে জিএসটি ২.০ -তে যে সরলীকরণ করা হয়েছে, তা সংরক্ষণ ও আরও উন্নত করাই জিএসটি ৩.০ -র লক্ষ্য হবে।
