Nirmala Sitharaman: নির্বাচনী বন্ড দিয়ে তোলাবাজি! অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধেই FIR
FIR Against Nirmala Sitharaman: চলতি বছরের শুরুতেই, ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দেয়। কেন্দ্রের এই স্কিম-কে অসাংবিধানিক এবং জনগণের তথ্য জানার অধিকার বিরোধী বলেই আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বেঙ্গালুরু: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নামেই এফআইআরের নির্দেশ! ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরু কোর্ট। পুলিশ ইতিমধ্যে এফআইআর দায়েরও করেছে।
জানা গিয়েছে, কর্নাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের সদস্য আদর্শ আইয়ার নামক এক ব্যক্তিই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাকারীর দাবি ছিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল মামলাকারী।
বেঙ্গালুরু আদালতের তরফে দুর্নীতি প্রতিরোধ আইনে ১৭(এ) ধারায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই, ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দেয়। কেন্দ্রের এই স্কিম-কে অসাংবিধানিক এবং জনগণের তথ্য জানার অধিকার বিরোধী বলেই আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।
নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার খবর পেয়েই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অর্থমন্ত্রীর ইস্তফার দাবি করেন। তিনি বলেন, “নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। উনি কে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করা হচ্ছিল। ওঁর উচিত এখুনি ইস্তফা দেওয়া। এবার কি ওঁরা (বিজেপি) ইস্তফার দাবি করবে?”