হাসপাতালে ভর্তি হতে চাননি সীতারাম, লোক পাঠিয়ে জোর করে ভর্তি করান রাহুল গান্ধী!

Rahul Gandhi-Sitaram Yechury: সীতারাম ইয়েচুরির সঙ্গে সম্পর্কের সমীকরণ বোঝাতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "সীতারাম ইয়েচুরি আমার বন্ধু ছিলেন। ইন্ডিয়া জোটে কংগ্রেস ও অন্যন্য রাজনৈতিক দলের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন। ইন্ডিয়া এবং ইউপিএ-র কাঠামো তৈরি করেছিলেন।"

হাসপাতালে ভর্তি হতে চাননি সীতারাম, লোক পাঠিয়ে জোর করে ভর্তি করান রাহুল গান্ধী!
রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরি। ফাইল চিত্রImage Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2024 | 6:21 PM

নয়া দিল্লি: ভরসা করা যেত চোখ বুজে। কংগ্রেসের সঙ্গে অন্যান্য দলের সেতুবন্ধনের কাজ করতেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। স্মরণসভায় ইন্ডিয়া জোটের গোপন কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। একইসঙ্গে জানালেন, কীভাবে তাঁর জোরাজুরিতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সীতারাম ইয়েচুরি।

এ দিন নয়া দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের কর্মী-সদস্যরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বাদে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও।

সীতারাম ইয়েচুরির সঙ্গে সম্পর্কের সমীকরণ বোঝাতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “সীতারাম ইয়েচুরি আমার বন্ধু ছিলেন। ইন্ডিয়া জোটে কংগ্রেস ও অন্যন্য রাজনৈতিক দলের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন। ইন্ডিয়া এবং ইউপিএ-র কাঠামো তৈরি করেছিলেন। পর্দার আড়ালে তিনি আঠার মতো কাজ করেছিলেন। ওঁ (সীতারাম) এমন একজন ব্যক্তি ছিলেন, যাকে চোখ বুজে ভরসা করা যেত। কখনও আপোস করেননি।

রাহুল আরও বলেন, “সীতারাম আমার অত্যন্ত ভালো বন্ধু ছিলেন। কিন্তু আমার থেকেও বেশি ভাল বন্ধু ছিলেন আমার মায়ের (সনিয়া গান্ধী)। একদিন দেখলাম, সীতারাম আমার মায়ের বাড়িতে আমার মায়ের সঙ্গে কথা বলছেন। উনি খুব কাশছিলেন। কখনও সিগারেট ছাড়তে পারেননি। আমি তখনই বুঝেছিলাম, আমার মা এবং ওঁর একটা বিষয়ে অত্যন্ত মিল রয়েছে। দু’জনেরই হাসপাতাল যাওয়ার ক্ষেত্রে তীব্র অনীহা রয়েছে। আমি তখনই বলি, আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। আমি আমার অফিসের স্টাফদেরও বলি যে ওঁ (সীতারাম) যাতে হাসপাতালে ভর্তি হন, সেই বিষয়টি নিশ্চিত করতে। তখনই যে আমার বন্ধুকে শেষবারের জন্য দেখেছিলাম, তা বুঝিনি।”