শতাব্দী এক্সপ্রেসে আগুন, উদ্ধার ৩৫ যাত্রী

sreejayee das

|

Updated on: Mar 13, 2021 | 5:50 PM

মাঝপথেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। দাউদাউ করে জ্বলছে ট্রেনের শেষ কামরা, কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লেগেছ। উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে আচমকাই ট্রেনের C-4 কামরায় আগুন লাগে। সেই সময় ওই কামরায় উপস্থিত ছিলেন ৩৫ জন যাত্রী, তবে সকলকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে […]

মাঝপথেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। দাউদাউ করে জ্বলছে ট্রেনের শেষ কামরা, কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লেগেছ। উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে আচমকাই ট্রেনের C-4 কামরায় আগুন লাগে। সেই সময় ওই কামরায় উপস্থিত ছিলেন ৩৫ জন যাত্রী, তবে সকলকেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে দেহরাদুনের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের কাঁসরাওয়ের কাছে আচমকাই আগুন লেগে যায় C-4 কামরায়। নিমেষেই ছড়িয়ে যায় সেই আগুন। সেই সময় ট্রেনে উপস্থিত ছিলেন ৩৫ জন যাত্রী। স্থানীয় বাসিন্দা ও রেল আধিকারিকদের তৎপরতায় সুরক্ষিতভাবেই যাত্রীদের উদ্ধার করে আনা হয়।