দেশেই আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ, প্রথম AIESC বৈঠকে বসছেন ভারত-অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী
AIESC Meeting: ২০১১ সালে অস্ট্রেলিয়ান ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিল কাউন্সিল তৈরি করা হয়েছিল দুই দেশের মধ্য়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করতে। শিক্ষা মন্ত্রীরা ছাড়াও দুই দেশের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন।
নয়া দিল্লি: দেশের শিক্ষার মানকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে কেন্দ্রের নয়া উদ্যোগ। আজ মুখোমুখি বৈঠকে বসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার। উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া সরকারের স্কিল ও ট্রেনিং মন্ত্রী ব্রেন্ডন ও’কনার। এই প্রথম শিক্ষা ও কারিগরী শিক্ষাকে এক ছাদের নীচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতের কর্মক্ষমতা, শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক মেলবন্ধন ও গবেষণা ক্ষেত্রে উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে দুই দেশের মধ্যে।
আজ আইআইটি গান্ধীনগরে আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিল মিটিং। বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন সে দেশের শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার এবং কারিগরী শিক্ষা ও উন্নয়ন মন্ত্রী ব্রেন্ডন ও’কনার।
২০১১ সালে অস্ট্রেলিয়ান ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিল কাউন্সিল তৈরি করা হয়েছিল দুই দেশের মধ্য়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করতে। শিক্ষা মন্ত্রীরা ছাড়াও দুই দেশের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন।
শিক্ষা ক্ষেত্রে দুই দেশের মেলবন্ধন নিয়েই ভারত ও অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিরা আলোচনা করবেন। অস্ট্রেলিয়ার মন্ত্রীরা পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটি ও বিদ্যা সমীক্ষা কেন্দ্রেও যাবেন পরিদর্শনে। পাশাপাশি তারা ভারতে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসেও ঘুরে দেখবেন।