Foreign secretary Vikram Misri: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব, চিন্ময় দাসকে নিয়েও হবে আলোচনা

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Dec 08, 2024 | 8:44 PM

Foreign secretary Vikram Misri: শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব। সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন সব ইস্যুতে আলোচনা হবে। শুধু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয়, বিক্রম মিশ্রি আরও একাধিক বৈঠক করবেন বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

Foreign secretary Vikram Misri: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব, চিন্ময় দাসকে নিয়েও হবে আলোচনা
বিদেশ সচিব বিক্রম মিশ্রি (ফাইল ফোটো)

Follow Us

নয়াদিল্লি: ফের অস্থির বাংলাদেশ। আক্রান্ত হিন্দু-সহ সংখ্যালঘুরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত। এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আগামী ৯ ডিসেম্বর তিনি ঢাকা যাচ্ছেন বলে শুক্রবার জানাল বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ৯ ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব। সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন সব ইস্যুতে আলোচনা হবে। শুধু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয়, বিক্রম মিশ্রি আরও একাধিক বৈঠক করবেন বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশে। চিন্ময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা নিয়ে বাংলাদেশ প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত। এবার ঢাকায় সেদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বিক্রম মিশ্রি। এদিন রণধীর জয়সওয়াল বলেন, চিন্ময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা হবে। সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে বলে ফের আশা প্রকাশ করল বিদেশ মন্ত্রক।

এই খবরটিও পড়ুন

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর গত ৮ অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সচিব পর্যায়ের কোনও আধিকারিক বাংলাদেশে যাচ্ছেন।

 

Next Article
Donation: মন্দিরের দানপাত্রে খুলতেই চক্ষু চড়ক গাছ, ভিতরে রাখা পিস্তল, হাতকড়া থেকে সোনার বিস্কুটও
‘পরের ফ্লাইটেই ভারতে ফিরে আসুন’, উত্তপ্ত পরিস্থিতিতে জারি চরম সতর্কতা