AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: উপোসের সঙ্গে চলল বিকাশ! খালি পেটে একটার পর একটা রাজ্যে সফর মোদীর

PM Modi's Busy Day: বৃহস্পতিবার মোট ১ লক্ষ ২২ হাজার ১০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মোদী। পাশাপাশি, রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কয়েক জন উপভোক্তা আবার মহারাষ্ট্র থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।

PM Modi: উপোসের সঙ্গে চলল বিকাশ! খালি পেটে একটার পর একটা রাজ্যে সফর মোদীর
ব্যস্ততা নিয়েই কাটল মোদীর দিনImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 25, 2025 | 10:35 PM
Share

নয়াদিল্লি: সারাদিন প্রায় না খেয়ে। কিন্তু কাজ তাতে কোনও ফাঁকি নেই। গোটা দিন কাটালেন তুমুল ব্যস্ততার সঙ্গে। কখনও নয়ডা, কখনও রাজস্থান। নানা জায়গায় ঘুরলেন তিনি। কাজ করলেন মানুষের জন্য। এতটা একনিষ্ঠতা দেশের ৭৫ বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নবরাত্রীর উপোসের মাঝেই নিজের আরও একটি ব্যস্ততম দিন কাটালেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন তাঁর দিন সূচনা হয় গ্রেটার নয়ডা। বাসভবন থেকে চপার চেপে পৌঁছে যান সেখানে। উদ্বোধন করেন উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্যিক অনুষ্ঠান ২০২৫। নিজে বেশ কিছুটা সময় সেখানে কাটান। দেখা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে। তারপর সরাসরি চলে যান রাজস্থানের বাঁশওয়াড়ায়। সেখানে কেন্দ্র ও রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস থেকে উদ্বোধন পর্যন্ত করতে দেখা যায় তাঁকে।

কেমন কাটল প্রধানমন্ত্রীর দিন?

প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট ১ লক্ষ ২২ হাজার ১০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মোদী। পাশাপাশি, রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কয়েক জন উপভোক্তা আবার মহারাষ্ট্র থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।

রাজস্থানে কর্মসূচি মোতাবেক কাজ মিটতেই, তিনি সরাসরি রওনা দেন ভারত মণ্ডপমের দিকে। সেখানে গিয়ে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বৃহস্পতির গোটা সফরে একের পর এক রাজ্যে সময়মতো পৌঁছে যেতে সাড়ে চার ঘণ্টা বিমানে সওয়ার হয়ে উড়েছেন তিনি। পৌঁছেছেন উত্তর প্রদেশ, রাজস্থান, নয়াদিল্লি। আলোচনা করেছেন দেশের বিকাশ নিয়ে। বিদ্যুৎ থেকে শিল্প, মোদীর আলোচনায় উঠে এসেছে নানা প্রসঙ্গ।