AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Donald Trump: ট্রাম্প ‘বন্ধু’ বলতেই ‘ইতিবাচক প্রতিদানে’র বার্তা প্রধানমন্ত্রী মোদীরও, সম্পর্ক আবার জুড়বে?

US Tariff on India: বিগত কয়েক মাস ধরেই ভারত-আমেরিকার সম্পর্কে অবনতি হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত থামানো নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর দুই দেশের সম্পর্কে চিড় ধরে।

PM Modi-Donald Trump: ট্রাম্প 'বন্ধু' বলতেই 'ইতিবাচক প্রতিদানে'র বার্তা প্রধানমন্ত্রী মোদীরও, সম্পর্ক আবার জুড়বে?
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Sep 06, 2025 | 12:40 PM
Share

নয়া দিল্লি: মোদীকে ভাল বন্ধু বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একদিকে চিনের কাছে ভারত-রাশিয়াকে হারিয়ে ফেলার আক্ষেপ, অন্যদিকে মোদীর সঙ্গে বন্ধুত্বের স্মৃতিচারণ, ট্রাম্পের বন্ধুত্বের বার্তায় প্রত্যুত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। বললেন, ট্রাম্পের অনুভূতির প্রশংসা করছেন এবং তার সম্পূর্ণ প্রতিদান দেবেন।

বিগত কয়েক মাস ধরেই ভারত-আমেরিকার সম্পর্কে অবনতি হয়েছে। ভারত-পাকিস্তান সংঘাত থামানো নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর দুই দেশের সম্পর্কে চিড় ধরে। সম্প্রতিই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে চিনের তিয়ানজিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ছবি দেখার পর মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “মনে হচ্ছে ভারত ও রাশিয়াকে অন্ধকারতম চিনের কাছে হারিয়ে ফেললাম।

শুক্রবার, ৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “নরেন্দ্র মোদী আমার বিশেষ বন্ধু। সবসময় বিশেষ থাকবেন। আমি তাঁকে খুব পছন্দ করি। কিন্তু এই মুহূর্তে তিনি যা করছেন, সেটা ঠিক নয়। ভারত ও আমেরিকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে।”

ট্রাম্পের কাছ থেকে এই বার্তা পেয়ে জবাব দেন প্রধানমন্ত্রী মোদীও। তিনি ট্রাম্পের পোস্ট রি-পোস্ট করে ক্যাপশনে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। ভারত ও আমেরিকার ইতিবাচক ও বৈশ্বিক কৌশলী অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব।

দুই রাষ্ট্রনেতার এই ইতিবাচক কথায় এই ইঙ্গিতই মিলছে যে দুই দেশের মধ্যে আলোচনা এবং সম্পর্ক ঠিক করার পথ এখনও খোলা। এখনও পর্যন্ত ট্রাম্পের চড়া শুল্ক নিয়ে ভারত কোনও জবাব দেয়নি।