Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা রুখতে বিদেশি ভ্যাকসিনে বড় পদক্ষেপ কেন্দ্রের

চলতি বছরেই দেশে অনুমোদন পেতে পারে জনসন অ্যান্ড জনসন, জাইডাস ক্যাডিলা, সেরামের নভোভ্যাক্স ও ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন।

করোনা রুখতে বিদেশি ভ্যাকসিনে বড় পদক্ষেপ কেন্দ্রের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 13, 2021 | 2:26 PM

নয়া দিল্লি: যেসব করোনা প্রতিষেধক (COVID) ইতিমধ্যেই অন্যান্য দেশে অনুমোদন পেয়েছে, সেই ভ্যাকসিনগুলিকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দ্রুততা আনবে কেন্দ্র। বাড়তি করোনা সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। দেশের প্রথম অনুমোদন পেয়েছিল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। অ্যাস্ট্রাজ়েনেকার প্রযুক্তিতে দেশে কোভিশিল্ড তৈরি করেছিল সেরাম। অন্যদিকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত বায়োটেক তৈরি করেছিল কোভ্যাক্সিন। মঙ্গলবারই দেশে ডিসিজিআই ছাড়পত্র পেয়েছে রাশিয়ার প্রতিষেধক স্পুটনিক ভি। এ বার অন্য দেশের তৈরি করোনা প্রতিষেধককেও দ্রুত অনুমোদন দেবে কেন্দ্র। এমনই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত।

চলতি বছরেই দেশে অনুমোদন পেতে পারে জনসন অ্যান্ড জনসন, জাইডাস ক্যাডিলা, সেরামের নভোভ্যাক্স ও ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন। গত সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে। ভ্যাকসিনের অভাবে মহারাষ্ট্রের একাধিক ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ হয়েছে। করোনা টিকার সঙ্কটে পড়েছে পঞ্জাব, দিল্লি, তেলঙ্গানা, রাজস্থানও।

এমতাবস্থায় একাধিক টিকা অনুমোদন পেলে দেশের টিকা সঙ্কট কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, দেশে বাড়তি করোনা সংক্রমণ রুখতে দ্রুত টিকাকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো ১১ এপ্রিল থেকে দেশে শুরু হয়েছে ‘টিকা উৎসব।’ ভারত প্রথম দফার করোনা টিকাকরণ শুরু করেছিল ১৬ জানুয়ারি। এ পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ১০ কোটিরও বেশি মানুষ। সোমবার করোনা টিকা পেয়েছেন ৪০ লক্ষ ৪ হাজার ৫২১ জন।

আরও পড়ুন: দিল্লির ভয়াবহ পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের আর্জি কেজরীবালের