Rajiv Kumar Case: ‘সারপ্রাইজিং’! ৬ বছর পর রাজীব কুমারের মামলা শুনে বিস্মিত প্রধান বিচারপতি
Supreme Court: ২০১৯-এ রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই বছরের অক্টোবরে আগাম জামিন দেওয়া হয় রাজীব কুমারকে। ঠিক তিনদিনের মাথায় হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।

নয়া দিল্লি: ৬ বছর আগে মামলা করেছিল সিবিআই। তারপর আর কোনও হেলদোল নেই! কেন্দ্রীয় সংস্থার ভূমিকায় রীতিমতো বিস্মিত সুপ্রিম কোর্ট। এত বছরে কেন কোনও পদক্ষেপ করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি বি আর গাভাই। ২০১৯-এ রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। ৬ বছর পর আজ সোমবার ছিল সেই মামলার শুনানি।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ছিল মামলার শুনানি। শুনানির শুরুতেই সিবিআই-এর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “একবারও কি সিবিআই পদক্ষেপ করেছিল শুনানির জন্য?”
২০১৯-এ রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই বছরের অক্টোবরে আগাম জামিন দেওয়া হয় রাজীব কুমারকে। ঠিক তিনদিনের মাথায় হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।
পরে নভেম্বরে সেই মামলার শুনানি হয়। পরে ওই বছরের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতের তরফে রাজীব কুমারকে নোটিসও দেওয়া হয়। কিন্তু তারপর থেকে ওই মামলার আর কোনও অগ্রগতি হয়নি। ৬ বছরে মাত্র দু’বার ওই মামলার শুনানি হয়েছে।
আদতে রাজীব কুমারের মামলাটি ছিল সারদা চিটফান্ড সম্পর্কিত। সিবিআই ওই মামলার তদন্ত করতে গিয়ে অভিযোগ তোলে সারদা-কাণ্ডের তদন্তে রাজ্য সরকারের তৈরি করা সিটের সদস্য হওয়া সত্ত্বেও রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছে না।
কলকাতায় সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছিলেন রাজীব কুমার। তবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে পদক্ষেপ শুরু করে সিবিআই। এরপর আগাম জামিনের আবেদন জানান রাজীব কুমার।
