Navi Mumbai: অফিসে ঢুকে HPCL-এর কর্মীকে বেধড়ক মার, খুনের চেষ্টার অভিযোগে ধৃত ৪
জানা গিয়েছে, এইচপিসিএল-এর তরফে দিন কয়েক আগে এক জন তেল ট্যাঙ্কারের চালককে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। সেই ঘটনার শোধ নিতেই ম্যানেজারের উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা অফিসে ঢুকেই ম্যানেজারের উপর চড়াও হন চার জন।
মুম্বই: অফিসের মধ্যে ঢুকে অফিসের এক কর্মীকে মারধর এবং কুপিয়ে দেওয়ার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ে। শুক্রবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, নবি মুম্বইয়ে রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর অফিস। এইচপিসিএল-এর অফিসে ঢুকেই সেখানকার এক কর্মীকে লোহার রড দিয়ে মারধর এবং ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, এইচপিসিএল-এর তরফে দিন কয়েক আগে এক জন তেল ট্যাঙ্কারের চালককে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। সেই ঘটনার শোধ নিতেই ম্যানেজারের উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা অফিসে ঢুকেই ম্যানেজারের উপর চড়াও হন চার জন। এই মারধর এবং ছুরি দিয়ে হামলার জেরে গুরুতর আহত হয়েছেন ওই কর্মী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ এবং ৩২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় অভিযুক্ত চার জনকে গ্রেফতারও করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সাগর যাদব, প্রদীপ যাদব, রোহিত যাদব এবং ভোলু যাদব। সাগরকে দিন কয়েক আগে ব্ল্যাক লিস্টেট করা হয়েছিল। সেই রাগেই সঙ্গীদের জুটিয়ে অভিযুক্ত হামলা চালিয়েছিল বলে অভিযোগ।