IAF: তুষারপাতে বিধ্বস্ত নাওয়াপাচি, গর্ভবতী মহিলাকে কপ্টারে হাসপাতালে নিয়ে গেল বায়ুসেনা
ওই মহিলার পরিবার থেকে সমগ্র নাওয়াপাচির বাসিন্দারা সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জম্মু: মানবিক সেনা! টানা তুষারপাত চলছে ভূ-স্বর্গে। রাস্তাঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে। গাড়ি চলাচলও বন্ধ। এমন সময়ে হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে এক মহিলার। তাঁর শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ওই মহিলার প্রসব করানো বা তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে পারেননি। এদিকে, টানা তুষারপাতের মধ্যে প্রসব বেদনায় কাতর প্রত্যন্ত এলাকার ওই মহিলাকে নিয়ে কোনও হাসপাতালে দৌড়ানো সম্ভব ছিল না তাঁর পরিবারের। তবে অসহায় এই পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। একেবারে মহিলাকে হেলিকপ্টারে তুলে নিয়ে কিস্তোয়ার জেলা হাসপাতালে ভর্তি করান বায়ুসেনার জওয়ানেরা।
সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার নাওয়াপাচি এলাকার বাসিন্দা ওই মহিলা। প্রত্যন্ত এই এলাকাটি প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের সময় কিস্তোয়ারের একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। ফলে এই সময়ে ওই এলাকার কেউ গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া দুরূহ ব্যাপার। বৃহস্পতিবার নাওয়াপাচি এলাকার ওই মহিলার প্রসব বেদনা ওঠে এবং তাঁর শারীরিক অবস্থা ছিল সংকটজনক। ফলে স্থানীয় চিকিৎসকেরা তাঁর কোনও দায়িত্ব নিতে চাননি। অগত্যা সাহায্য পেতে সেনাবাহিনীর হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন জানান মহিলার পরিজন। তাঁর সেই আবেদনে তৎক্ষণাৎ সাড়া দেয় সেনাবাহিনী। ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই একেবারে MI কপ্টার নিয়ে প্রত্যন্ত নাওয়াপাচি এলাকায় ছুটে যায় বায়ুসেনা। তারপর সেখান থেকে প্রসব বেদনায় কাতর ওই মহিলাকে হেলিকপ্টারে তুলে সোজা কিস্তোয়ার জেলা হাসপাতালে নিয়ে যান বায়ুসেনার জওয়ানেরা। শুধু হাসপাতালে পৌঁছে দেওয়া নয়, ওই মহিলার স্পেশাল চিকিৎসারও বন্দোবস্ত করেন বায়ুসেনার জওয়ানেরা। যা দেখে অভিভূত ওই মহিলার পরিজনেরা।
তবে গর্ভবতী মহিলার চিকিৎসা ব্যবস্থা করার কৃতিত্ব কেবল বায়ুসেনা নয়, সেনাবাহিনীর জওয়ানদেরও। প্রতিরক্ষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, কিস্তোয়ার জেলার বিচ্ছিন্ন দ্বীপ নাওয়াপাচি এলাকা থেকে সংকটজনক অবস্থায় ওই গর্ভবতী মহিলাকে কিস্তোয়ার শহরে নিয়ে আসা এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানোর ক্ষেত্রে বায়ুসেনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী বিশেষ সহায়তা করছে। এর জন্য ওই মহিলার পরিবার থেকে সমগ্র নাওয়াপাচির বাসিন্দারা সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এটা প্রথম নয়, জঙ্গি-নিধন থেকে প্রত্যন্ত এলাকার মানুষদের পাশে সর্বদা ভারতীয় সেনাবাহিনী রয়েছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আনন্দ।