Crime News: অনুষ্ঠান বাড়িতে রক্তারক্তি কাণ্ড, সামান্য প্লেটের জন্য ক্যাটেরারকে খুন ডিজেওয়ালার

Crime News: অনুষ্ঠান বাড়িতে প্লেট নিয়ে বচসা। তারপর ক্যাটারারকেই খুন করল ডিজেওয়ালা।

Crime News: অনুষ্ঠান বাড়িতে রক্তারক্তি কাণ্ড, সামান্য প্লেটের জন্য ক্যাটেরারকে খুন ডিজেওয়ালার
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 7:26 PM

নয়া দিল্লি: ডিনার প্লেটে ঝামেলা। এর জেরে ক্য়াটারিংয়ের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল। অভিযোগ উঠল ডিজে দলের দুই ব্যক্তির বিরুদ্ধে। রোহিনীর সেক্টর-১২ তে একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। রাত ১২.৫৮ নাগাদ প্রশান্ত বিহার পুলিশ স্টেশনের কাছে ফোন আসে। তারপরই ঘটনাস্থলে যায় পুলিশ।

রোহিনীর সেক্টর-১২ তে জাপানিজ পার্কের কাছে সাওয়ারিয়া টেন্টের পিছনে অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিল ডিজের একটি দলও। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাত ১২ টা ৫৮ নাগাদ একটি ফোন পান তাঁরা। তারপর ঘটনাস্থলে যান। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রজনীশ গার্গ বলেন, সেখানে পৌঁছেই জানতে পারেন বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে এক আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা যায়।

মৃত ব্য়ক্তির নাম সন্দীপ ঠাকুর (৪৮ বছর) বলে জানা গিয়েছে। তিনি কিরারি প্রেম নগরের বাসিন্দা। তাঁর এক স্ত্রী এবং তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। সেদিন রাতে অনুষ্ঠানের ক্য়াটেরিং টিমের সদস্য ছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই ডিজে টিমের দুই সদস্যের সঙ্গে ঝামেলা বাঁধে সন্দীপের। সেই অনুষ্ঠানে ডিজে টিমের জন্য তিনি প্লেট নিয়ে আসাতেই বাঁধে বচসা। তাঁর মাথায় প্লাস্টিকের ক্রেট দিয়ে আঘাত করেন দুই ব্যক্তি। এই ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন মোট চারজন। তাঁদের মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সন্দীপের দাদা অর্জুন ঠাকুর জানিয়েছেন, তাঁরা হাসপাতাল থেকেই প্রথম জানতে পারেন ভাইয়ের মৃত্যুর কথা।