INDIA Alliance: শেষ দফার ভোটেই বৈঠকে ইন্ডিয়া জোট, তৃণমূলকে ‘গুরুত্বপূর্ণ শরিক’ আখ্যা কংগ্রেসের
INDIA Alliance Meeting: ভোটের ফলাফল বেরোনোর আগে, শেষ দফার ভোটের দিনই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। যদিও এই বৈঠকে থাকছে না তৃণমূল। তবে এই বৈঠকে না থাকলেও তৃণমূলকে ইন্ডিয়া জোটের 'গুরুত্বপূর্ণ সহযোগী' হিসেবে তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
নয়া দিল্লি: শেষ দফার ভোটে শনিবার সকাল থেকেই সরগরম বাংলা-সহ গোটা দেশ। ভোট শেষ হতেই ফলাফল কী হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে রাজনৈতিক দলগুলির মধ্যে। যদিও ভোটবাক্সের ফল জানতে এখনও দু-দিন অপেক্ষা করতে হবে। তবে ভোটের ফলাফল বেরোনোর আগে, শেষ দফার ভোটের দিনই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। যদিও এই বৈঠকে থাকছে না তৃণমূল। তবে এই বৈঠকে না থাকলেও তৃণমূলকে ইন্ডিয়া জোটের ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবে তকমা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
কংগ্রেস সূত্রে খবর, এদিন দুপুর ৩টেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। এই বৈঠকে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ সাংসদ সঞ্জয় সিং, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই বৈঠকে থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল আদৌ ইন্ডিয়া জোটে থাকছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
যদিও তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকা নিয়ে রাজনৈতিক জল্পনায় জল ঢেলে দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, তৃণমূল ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক। একই সুরে মল্লিকার্জুন খাড়্গেও জানিয়েছেন, কলকাতার ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসতে পারছেন না, তা আগাম জানানো হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের বৈঠকে থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন। যদিও তাঁর বদলে ডিএমকে-র তরফে উপস্থিত থাকছেন টি.আর বাল্লু।
অন্যদিকে, ভোট সম্পূর্ণ হওয়ার আগেই বা ফলাফল প্রকাশের আগে ইন্ডিয়া জোটের এই বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ভোট গণনা নিরপেক্ষভাবে করার জন্যই এই বৈঠক বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। বৈঠক প্রসঙ্গে জয়রাম রমেশ জানান, গণনাকেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী এবং এজেন্টদের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা করতে আজ ইন্ডিয়া জোটের বৈঠক। ফর্ম 17C-র সঙ্গে ইভিএম ডেটা কীভাবে মেলাতে হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, কোথায় কারচুপির সম্ভাবনা রয়েছে, সব বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।
যদিও ইন্ডিয়া জোটের এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রবি কিষাণ। তাঁর কটাক্ষ, “এটাই ইন্ডিয়া জোটের শেষ বৈঠক।”