‘ধ্বংস রানওয়ে জয় বলে মনে হয়? তাহলে উদযাপন করুক’, পাকিস্তানকে তুলোধনা ভারতের
India-Pakistan War: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, "আমরা যুদ্ধ জিতেছি। এবং আমরা বিশ্বে আমাদের অংশে শান্তি চাই"। এর জবাবে ভারতের প্রতিনিধি বলেন যে গত ১০ মে পাকিস্তানের সেনা অনুরোধ করেছিল যুদ্ধবিরতির জন্য। পাকিস্তানের ক্ষতিগ্রস্ত রানওয়ে ও হ্যাঙারের ছবি রয়েছে প্রমাণ হিসাবে।

নিউ ইয়র্ক: বিশ্বমঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতের। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দুই দেশের মধ্যে সংঘাত নিয়ে জয়ের যে দাবি করেছেন, তার কার্যত মুখোশ খুলে দেয় ভারত।
রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বলেন যে তাদের দেশকে বিনা উসকানিতে ভারতের আগ্রাসনের মুখে পড়তে হয়েছিল। তিনি বলেন, “অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতার সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী এর জবাব দিয়েছে।”
এরপরই জবাব দেওয়ার ক্ষমতা প্রয়োগ করে ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট বলেন যে পাকিস্তানের বিদেশনীতির কেন্দ্রে রয়েছে সন্ত্রাসবাদ। পহেলগাঁও হামলার জন্য দায়ী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ও আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে সুরক্ষা দেওয়া নিয়েও তুলোধনা করেন ভারতের প্রতিনিধি।
পেটাল গেহলট বলেন, “কোনও স্তরের নাটক বা মিথ্যা সত্যকে বদলে দিতে পারে না। এটা সেই পাকিস্তান যারা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলে গত ২৫ এপ্রিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আড়াল করেছিল। পাকিস্তানি মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠীই জম্মু-কাশ্মীরে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করার জন্য দায়ী।”
IndiaAtUN
Watch: India exercises its right of reply at #UNGA80.#IndiaUN80 #UNGA #UN80 #UNGA80@MEAIndia @IndianDiplomacy @PMOIndia @UN pic.twitter.com/qBp2F0ohVt
— India at UN, NY (@IndiaUNNewYork) September 27, 2025
পাকিস্তানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে জঙ্গি হামলা চালানোর এবং এই দেশই এক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে রেখেছে এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার অভিনয় করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, “আমরা যুদ্ধ জিতেছি। এবং আমরা বিশ্বে আমাদের অংশে শান্তি চাই”। এর জবাবে ভারতের প্রতিনিধি বলেন যে গত ১০ মে পাকিস্তানের সেনা অনুরোধ করেছিল যুদ্ধবিরতির জন্য। পাকিস্তানের ক্ষতিগ্রস্ত রানওয়ে ও হ্যাঙারের ছবি রয়েছে প্রমাণ হিসাবে।
তিনি বলেন, “যদি ধ্বংস হয়ে যাওয়া ও পোড়া হ্যাঙার জয় বলে মনে হয়, যা প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাহলে পাকিস্তান উদযাপন করুন।”
শেহবাজ শরিফ রাষ্ট্রপুঞ্জের সভায় দাঁড়িয়ে সিন্ধু জল চুক্তি নিয়েও কথা বলেন। অভিযোগ করেন যে ভারত বেআইনিভাবে জল আটকে রেখেছে এবং চুক্তির শর্ত মানছে না। বলেন, আমাদের ২৪ কোটি মানুষের জলের উপরে অধিকার রয়েছে। আমাদের কাছে সিন্ধু জলচুক্তি লঙ্ঘন হল যুদ্ধের সমান।
ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। বলেন, “শান্তি ফেরানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা দক্ষিণ এশিয়ায় আরও ভয়ঙ্কর যুদ্ধ এড়াতে সাহায্য করেছে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা না করতেন, তাহলে পূর্ণমাত্রার যুদ্ধ হয়ে যেত, যা ভয়ঙ্কর হত।”
