Law Commission: এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট তৈরি করছে আইন কমিশন

সূত্রের খবর, এক দেশ এক নির্বাচন কার্যকর করতে বেশ কিছু সাংবিধানিক সংশোধনের প্রয়োজন বলে মনে করছে কমিশন। এ বিষয়ে নিজেদের রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে কমিশন। তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে।

Law Commission: এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট তৈরি করছে আইন কমিশন
অলঙ্করণ: অভীক দেবনাথImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 5:45 PM

নয়াদিল্লি: এক দেশ এক নির্বাচনের (One Nation One Election) বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে আইন কমিশন (Indian Law Commission)। বুধবার এ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল আইন কমিশন। সূত্র মারফত জানা যাচ্ছে, আইন কমিশন মনে করছে, এক দেশ এক নির্বাচন কার্যকর করতে বেশ কিছু সাংবিধানিক সংশোধন প্রয়োজন। প্রসঙ্গত, এক দেশ এক নির্বাচতন কার্যকরের বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সেই কমিটির প্রথম বৈঠক হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন সেই কমিটির নির্দেশই রিপোর্ট তৈরি করছে আইন কমিশন।

সূত্রের খবর, এক দেশ এক নির্বাচন কার্যকর করতে বেশ কিছু সাংবিধানিক সংশোধনের প্রয়োজন বলে মনে করছে কমিশন। এ বিষয়ে নিজেদের রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে কমিশন। তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে দেশের বিভিন্ন স্তরের নির্বাচন কী ভাবে এক সঙ্গে করা যায়, সেই টাইমলাইন তৈরির কাজ খতিয়ে দেখা হচ্ছে।

এক দেশ এক নির্বাচনের পাশাপাশি অন্য একটি বিষয় নিয়েও আলোচনা চালাচ্ছে আইন কমিশন। পকসো আইনে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনের বয়স কমানোর বিষয়ে আলোচনা চলছে কমিশনে। সেই বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাবে খতিয়ে দেখা হচ্ছে। আগামিকাল এ নিয়ে রিপোর্টও দিতে পারে কমিশন।