AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘুরতে গিয়ে রেল স্টেশনে এই কাজ করেন না তো? এবার কড়কড়ে টাকা ফাইন দিতে রেডি থাকুন!

Indian Railways: যারা দূরপাল্লার ট্রেনে চেপে ঘুরতে গিয়েছেন, তারা নিশ্চয়ই এমন যাত্রীদের দেখেছেন, যারা ট্রেন দাঁড়াতেই ব্রাশ-পেস্ট নিয়ে নেমে পড়েন স্টেশনে দাঁত মাজতে। অনেকে আবার খাবারের বাসনও ধুয়ে নেন প্ল্যাটফর্মে থাকা পানীয় জলের বেসিন থেকে। যদি আপনিও এই কাজ করে থাকেন, তবে খুব সাবধান।

ঘুরতে গিয়ে রেল স্টেশনে এই কাজ করেন না তো? এবার কড়কড়ে টাকা ফাইন দিতে রেডি থাকুন!
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Nov 01, 2025 | 7:08 AM
Share

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যাতায়াত এক আলাদা অভিজ্ঞতা। শুধুমাত্র বাইরের প্রাকৃতিক দৃশ্য বা দীর্ঘ সময় ট্রেনের কামরায় সময় কাটানো নয়, সহযাত্রীদেরও নানা কর্মকাণ্ড চোখে আসে। যারা দূরপাল্লার ট্রেনে চেপে ঘুরতে গিয়েছেন, তারা নিশ্চয়ই এমন যাত্রীদের দেখেছেন, যারা ট্রেন দাঁড়াতেই ব্রাশ-পেস্ট নিয়ে নেমে পড়েন স্টেশনে দাঁত মাজতে। অনেকে আবার খাবারের বাসনও ধুয়ে নেন প্ল্যাটফর্মে থাকা পানীয় জলের বেসিন থেকে। যদি আপনিও এই কাজ করে থাকেন, তবে খুব সাবধান। এবার স্টেশনে এই কাজ করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার বিরাট কড়াকড়ি ভারতীয় রেলওয়ের (।Indian Railways)

অনেকেই জানেন না, রেলওয়ে আইন, ১৯৮৯-র অধীনে স্টেশনে দাঁত মাজা, থুতু ফেলা, জামাকাপড় ধোয়া বা বাসন মাজা নিষিদ্ধ। নির্দিষ্ট জায়গা অর্থাৎ শৌচাগার ছাড়া অন্য কোথাও কেউ যদি এই কাজ করে থাকেন, তবে তা অপরাধ বলেই গণ্য হবে। কোনও যাত্রী যদি স্টেশনে দাঁত মাজতে গিয়ে বা বাসন ধুতে ধরা পড়েন, তবে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

কমার্শিয়াল ইন্সপেক্টর ইনচার্জ ডিডি শুক্লা জানিয়েছেন, যাত্রীদের ব্য়ক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। প্রকাশ্য়ে বা প্ল্যাটফর্মের ট্যাপ ব্যবহার করে এই ধরনের কাজ শুধুমাত্র রেলের নিয়ম ভঙ্গই নয়, এতে অন্যান্য যাত্রীদেরও সমস্যা হয়।  শীঘ্রই সমস্ত স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হবে রেলওয়ের তরফে। কোনও যাত্রীকে দাঁত মাজতে, জামাকাপড় ধুতে বা বাসন ধুতে দেখা গেলেই কড়া পদক্ষেপ করা হবে। জরিমানা করা হবে।

রেলের তরফে ট্রেন ও স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখতে যাত্রীদের যত্রতত্র খাবার প্যাকেট, জলের বোতল বা অন্যান্য আবর্জনা ফেলতে বারণ করা হয়েছে। নির্দিষ্ট স্থানেই আবর্জনা ফেলতে অনুরোধ করা হয়েছে। নিয়ম ভঙ্গ করে কেউ ধরা পড়লে জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।