ঘুরতে যেতে কার না ভাল লাগে। কিন্তু পকেটে টান থাকায় ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তবে সেই দুঃখও মিটবে এবার।
ট্রেনে চেপেই গোটা দেশ ঘুরে তীর্থ ভ্রমণ হয়ে যাবে। লাগবে না এক টাকাও।
কীভাবে সম্ভব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পতি উদ্বোধন করেছেন বিশেষ ট্যুরিস্ট ট্রেনের, যার নাম প্রবাসী ভারতীয় এক্সপ্রেস।
নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ট্রেন প্রবাসী ভারতীয়দের জন্য চালু করা হয়েছে।
১৫০ জন প্রবাসী ভারতীয়দের নিয়ে ১৫ দিনের তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হবে।
এর দায়িত্ব নিয়েছে ভারতীয় রেল। ট্রেনে চেপে গোটা দেশ ঘুরে তীর্থ ভ্রমণের জন্য এক টাকাও খরচ করতে হবে না। সরকারই যাবতীয় খরচ বহন করবে।
বিদেশ মন্ত্রক ও আইআরসিটিসি-র সহযোগিতায় এই বিশেষ ট্যুরিস্ট ট্রেন চালু করা হয়েছে।
৪৫ থেকে ৬৫ বছর বয়সী প্রবাসী ভারতীয়রাই এই ট্রেনে সফর করে গোটা দেশ ঘুরতে পারবেন। বিভিন্ন তীর্থস্থান দেখতে পাবেন।
এই ট্রেন অযোধ্যা, আগ্রা, পটনা, গয়া, বারাণসী, মহাবলিপুরম, রামেশ্বরম, মাদুরাই, কোচি, গোয়া, আজমীর, পুস্করের মতো ধর্মীয় ও পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাবে।