দেশ জুড়ে ‘পরিবর্তন’ চাইলেন জাভেদ, ‘খেলা হবে’ নিয়ে গান লিখতে বললেন মমতা
Mamata Banerjee: জাভেদ আখতারকে 'খেলা হবে' স্লোগান নিয়ে গান লিখতে বললেন মমতা।
নয়া দিল্লি: দিল্লি সফরের তৃতীয় দিনে পরপর তিন গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দুই বিশিষ্ট শিল্পী জাভেদ আখতার ও শাবানা আজমির বৈঠকে এ দিন নজর ছিল রাজনৈতিক মহলের। আর বৈঠক সেরে বেরনোর পরই শিল্পী জাভেদ আখতারের মুখে শোনা গেল ‘পরিবর্তনের’ কথা। দেশ জুড়ে পরিবর্তন দরকার বলে উল্লেখ করলেন তিনি। মমতার পরপর প্রশাসনিক ও রাজনৈতিক বৈঠকের মাঝে জাভেদ-শাবানার সঙ্গে এই সাক্ষাৎ ছিল উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার গড়করী ও কানিমোঝির সঙ্গে বৈঠকের পর জাভেদ আখতার ও শাবানা আজমির মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক ঘিরে জল্পনা ছিলই। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেদ আখতার বলেন, ‘দেশ জুড়ে পরিবর্তন চাই।’ তবে সেই পরিবর্তনের মুখ কে হবেন? অর্থাৎ বিরোধীদের জোট তৈরি হলে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে? সেই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, ‘মমতা সেই নেতা বা নেত্রী বাছতে চান না। তিনি শুধু পরিবর্তন চান, ঠিক যেমনটা বাংলায় হয়েছে। ‘খেলা হবে’ স্লোগান কি দেশ জুড়ে ঝড় তুলতে পারবে? এমন প্রশ্ন উত্তরে জাভেদ বলেন, ‘এখনই প্রমাণ চান আপনারা? এই স্লোগান নিয়ে কোনও কথা হবে না।’ তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে বলেন, ‘আপনি খেলা হবে নিয়ে একটা গান লিখে দেবেন।’
জাভেদ আখতারের দাবি, ‘কে নেতা হবেন সেটা বড় কথা নয়, বড় কথা হল আমরা আমাদের দেশকে কী ভাবে দেখতে চাই। কী ভাবে দেশের অবস্থা আরও ভালো হবে।’ মমতার এই সফর যে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তা স্পষ্ট। তাই রাজনৈতিক মহল মনে করছে, শিল্পী বা বুদ্ধিজীবী মহলকে পাশে রাখতে চাইছেন মমতা। উল্লেখ্য, ২০১১-এ রাজ্যে সরকার পরিবর্তনের সময় বড় ভূমিকা নিয়েছিলেন বুদ্ধিজীবীরা।
জাভেদ আখতারের আগে এ দিন নীতিন গড়করী ও কানিমোঝির সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএমকে নেত্রী কানিমোঝি বৈঠক শেষে বলেন, ‘মমতা জী র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।’ কিন্তু কানিমোঝি তথা ডিএমকে যে বিরোধী জোটের অংশ, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের।
গড়করীর বাসভবনেও এ দিন প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন মমতা। বেরিয়ে জানান, কথোপকথন অত্যন্ত ইতিবাচক হয়েছে। মন্ত্রীর কাছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক এলাকায় নতুন সড়কের দাবি জানিয়েছেন তিনি। আরও পড়ুন: হিডকো-র চেয়ারম্যান পদে ‘মন্ত্রী’ ফিরহাদ হাকিম, তৃণমূল সরকারের আমলে প্রথমবার