Lakhimpur Kheri Violence: ‘ওয়ারেন্ট কোথায়? আমি অপহরণের অভিযোগ করব’, পুলিশকে শাসানি প্রিয়ঙ্কার
Priyanka Gandhi: ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা গান্ধী বলছেন, "আপনারা যাদের মেরে ফেলেছেন, আমি তাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ নই। আমি বাড়ি থেকে বেরিয়ে কোনও অপরাধ করিনি।"
লখনউ: গৃহবন্দি থাকার নির্দেশ অমান্য করেই লখিমপুর খেরিতে যাওয়ার চেষ্টা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। মাঝপথেই পুলিশ তাঁকে আটক করে। এ বার সামনে এল পুলিশের সঙ্গে প্রিয়ঙ্কার বাদানুবাদের ভিডিয়োও।
রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান ঘিরে কৃষকরা আন্দোলন দেখায় এবং সেখান থেকে যে হিংসা ছড়ায়। ওই সংঘর্ষে ৪ কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। অন্যদিকে বিজেপির তরফেও দাবি, তাদের ৩ কর্মী ও এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। রবিবারই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী জানান, তিনি তিকুনিয়ায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
এ দিকে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক নেতৃত্বরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আপাতত লখিমপুরে ঢুকতে দেওয়া হবে না। সেই নির্দেশ মতোই রবিবার প্রিয়ঙ্কা গান্ধী লখনউতে পৌছলে পুলিশ তাঁকে নিজের বাসভবন কউল হাউসে গৃহবন্দি থাকার নির্দেশ দেয়। যদিও এ দিন ভোরেই সেই নির্দেশ অমান্য করে প্রিয়ঙ্কা গান্ধী লখিমপুরের উদ্দেশ্যে রওনা দেন। তাঁকে গাড়ি চালিয়ে নিয়ে যান কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা।
'मैं उन लोगों से Important नही हूँ, जिनको तुम लोगों ने गाड़ी के नीचे कुचलकर मारा है'~ @priyankagandhi#लखीमपुर_किसान_नरसंहार pic.twitter.com/Q3BEC8ZpyR
— Srinivas BV (@srinivasiyc) October 4, 2021
তবে ভোর সাড়ে ৫টা নাগাদই হারগাঁওতে প্রিয়ঙ্কাকে পুলিশ আটক করে। সেখানেই দুই পক্ষ বাদানুবাদে জড়িয়ে পরে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা গান্ধী বলছেন, “আপনারা যাদের মেরে ফেলেছেন, আমি তাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ নই। আমি বাড়ি থেকে বেরিয়ে কোনও অপরাধ করিনি। আমি কেবল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। যদি আমি কোনও ভুল করে থাকি, তবে আমায় নির্দেশিকা বা ওয়ারেন্ট দেখান। আপনারা আমায়, আমার গাড়িকে আটকাচ্ছেন কী কারণে?”
এরপরই প্রিয়ঙ্কা সুর চড়িয়ে এক পুলিশকর্মীকে শাসান এবং বলেন, “ওয়ারেন্ট দেখাও, নাহলে আমি এখান থেকে কোথাও যাব না। যদি আমাকে জোর করে গাড়িতে তোলা হয়, তবে অপহরণের অভিযোগ আনব আমি। পুলিশের উপর নয়, আপনার উপরই অপহরণের অভিযোগ দায়ের করব আমি।” এরইমধ্যে কংগ্রেস নেতা দীপেন্দর হুডা প্রশ্ন করেন কীভাবে ওই পুলিশকর্মী প্রিয়ঙ্কা গান্ধীর গায়ে হাত দিল। তিনি প্রত্যক্ষদর্শী হিসাবে বয়ান দেবেন বলেও জানান।
प्रियंका, मैं जानता हूँ तुम पीछे नहीं हटोगी- तुम्हारी हिम्मत से वे डर गए हैं।
न्याय की इस अहिंसक लड़ाई में हम देश के अन्नदाता को जिता कर रहेंगे। #NoFear #लखीमपुर_किसान_नरसंहार
— Rahul Gandhi (@RahulGandhi) October 4, 2021