Liquor Price: নামী ব্র্যান্ডের স্কচের পেগ ১০০ টাকার কম! মেনুকার্ড দেখে স্তম্ভিত সুরাপ্রেমীরা
Bizarre: সাধারণ হুইস্কি থেকে বিভিন্ন নামী ব্রান্ডের স্কচ হুইস্কি। কিন্তু তাঁদের দাম ১০০ টাকার আশপাশে। অধিকাংশ মদের পেগের দামই ১০০ টাকার কম।
বেঙ্গালুরু: দেশের বিভিন্ন রাজ্যে কর পরিকাঠানোর ভিন্নতার জন্য মদের দামের পার্থক্য লক্ষ্য করা যায়। কোনও রাজ্যে মদের দাম একটু বেশি হয়, কোথাও একটু কম। দামের তারতম্য থাকলেও সেই পার্থক্য একটি নির্দিষ্ট অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করে। যার কাছে যেমন টাকা থাকে, তিনি তেমন দামের মদ কিনে খান। সাধারণত কাউন্টারে বোতলবন্দি যে মদ কিনতে পাওয়া যায়, রেস্তোরাঁ বা পাবে সেই মদের দামই কিছুটা হলেও বেশি হয়। রেস্তোরাঁর মানের উপর দামের তফাৎ দেখা যায়। কিন্তু সম্প্রতি একটি মেনুকার্ডের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই মেনুকার্ডে রয়েছে বিভিন্ন মদের দাম। বিভিন্ন ধরনের স্কচ হুইস্কির পাশাপাশি বিয়ারও রয়েছে সেই তালিকায়। কিন্তু যে দাম লেখা রয়েছে, তা দেখে অবাক নেটিজেনরা। তাঁরা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, এত কম দামে মদ পাওয়া সম্ভব।
অনন্ত নামের এক টুইটার ব্যবহারকারী মদের দাম সম্বলিত ওই মেনুকার্ডের ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার বেঙ্গালোর ব্রেন এই দাম বুঝতে পারছে না।” অর্থাৎ মদের এত কম দামে যে তিনি অবাক, তাই বোঝাতে চেয়েছেন ওই ক্যাপশনের মাধ্যমে। জানা গিয়েছে, নৌবাহিনীর অফিসারদের মেসের মেনুকার্ড এটি। ওই মেসে যে দামে মদের পেগ পাওয়া যায়, তার দামই লেখা রয়েছে মেনুকার্ডে।
My Bangalore brain cannot comprehend these prices pic.twitter.com/g9SrzWfcA4
— Anant (@AnantNoFilter) February 4, 2023
সেখানে দেখা যাচ্ছে, সাধারণ হুইস্কি থেকে বিভিন্ন নামী ব্রান্ডের স্কচ হুইস্কি। কিন্তু তাঁদের দাম ১০০ টাকার আশপাশে। অধিকাংশ মদের পেগের দামই ১০০ টাকার কম। সাধারণ হুইস্কির দাম তো আবার ২০ টাকার কম। বিয়ারের যে তালিকা আছে, তার দামও ৫০ টাকার আশপাশে। প্রত্যেক দাম রয়েছে ৬০ মিলিলিটার পেগের। তবে এই মেনুকার্ড কবে কার সে ব্যাপারে কিছু জানা যায়নি। সাধারণত আর্মির ক্যান্টিনে মদে ভর্তুকি থাকে। তাই তাঁর দাম বাজারের তুলনায় কম হয়। কিন্তু এত কমে অবাক নেটিজেনরা।