Uttar Pradesh: কেন পাতে পড়েনি পনির? ক্ষেপে বিয়ের মণ্ডপ গুঁড়িয়ে বাস চালিয়ে দিলেন ধর্মেন্দ্র
Uttar Pradesh: শনিবার সন্ধ্যায় বাসে করে যথা সময়েই হাজির হয়েছিল বরযাত্রী। মণ্ডপে তখন হইহই ব্যাপার। যে যার নিজের মতো কাজে ব্যস্ত। অন্যদিকে, আবার শুরু হয়ে গিয়েছে খাওয়া-দাওয়া। খেতে গিয়েছিলেন অভিযুক্ত ধর্মেন্দ্র যাদবও।

লখনউ: বিয়েতে মেলেনি পনির। যা ঘিরে তৈরি উত্তেজনা। বিয়ের প্যান্ডেলের উপরেই বাস চড়িয়ে দিল ক্ষিপ্ত ব্যক্তি। ঘটনা উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের কোতওয়ালি এলাকার। কষ্টার্জিত অর্থ দিয়ে যা হোক করে নিজের মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন রাজনাথ যাদব। আর তাতেই যে এমন একটা কাণ্ড ঘটে যাবে তিনি কল্পনাও করতে পারেননি।
পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাসে করে যথা সময়েই হাজির হয়েছিল বরযাত্রী। মণ্ডপে তখন হইহই ব্যাপার। যে যার নিজের মতো কাজে ব্যস্ত। অন্যদিকে, আবার শুরু হয়ে গিয়েছে খাওয়া-দাওয়া। খেতে গিয়েছিলেন অভিযুক্ত ধর্মেন্দ্র যাদবও। কিন্তু খাবার জায়গা গিয়েই অবাক হয়ে যায় সে। সব আছে কিন্তু নেই পনির। যার জেরে ক্ষেপে লাল হয়ে যায় ধর্মেন্দ্র। মাথা গরম করে বিয়ের মণ্ডপের উপরেই চাপিয়ে দেয় বরযাত্রীদের আনা বাস। ক্ষতি হয় ৩ লক্ষ টাকার সামগ্রীর। আহত হন ছয় জন।
মেয়ের বাবা জানিয়েছেন, ‘ধর্মেন্দ্র এসেই খেতে চলে গিয়েছিল। বারবার পনির চাইছিল। কিন্তু তা মেন্যুতে না হওয়ার কারণে দেওয়া সম্ভব হয়নি। তখনই মাথা গরম করে এমন কাণ্ড ঘটায়। অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন।’
উল্লেখ্য, মণ্ডপে বাস ঢুকিয়ে এলাকাছাড়া হন ধর্মেন্দ্র। এই ঘটনায় আহত হয়েছেন বরের বাবা ও কাকাও। তারপরেই সেদিনের মতো পণ্ড হয় বিয়েপর্ব। ইতিমধ্যে স্থানীয় থানায় ধর্মেন্দ্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে যাদব পরিবার।

