Manipur Violence: মিছিল ঘিরে সংঘর্ষ-অশান্তি, মণিপুরে কার্ফু জারি, ৫ দিনের জন্য বন্ধ ইন্টারনেটও
Internet Suspended: তোরবাঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের টায়ার ও অন্যান্য জিনিস পুড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায়। অন্যদিকে, ইম্ফল থেকে ৫৮ কিলেমিটার দূরে নাগা অধ্যুষিত সেনাপতি শহরেও জোর করে বাজারপাট ও গণপরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।
ইম্ফল: ফের উত্তপ্ত মণিপুর। আদিবাসী আন্দোলন ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা। বুধবার দিনভর অশান্তির জেরে উত্তপ্ত থাকে রাজ্য। এরপরই প্রশাসনের তরফে মণিপুরের (Manipur) আটটি জেলায় কার্ফু (Curfew) জারি করা হয়। গোটা রাজ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service)। আগামী ৫ দিন ইন্টারনেট বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। পরবর্তী নির্দেশ না আসা অবধি কার্ফু জারি থাকবে।
বিগত কয়েক সপ্তাহ ধরেই মণিপুরে অশান্তি ছড়িয়েছে। সম্প্রতিই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভার আগে চুরাচন্দ্রপুরে তাঁর সভাস্থল ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপরই রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের তরফে চুরাচন্দ্রপুরের তোরাবাঙ্গ এলাকায় আদিবাসী ঐক্য মিছিলের ডাক দেওয়া হয়েছিল মেটেই জাতিকে উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে।
Internet services suspended in Manipur for five days amid incidents of fighting amongst youths, volunteers of different communities as a rally was organised by All Tribals Students Union (ATSU) Manipur in protest against the demand for inclusion of Meitei/Meetei in the ST… pic.twitter.com/BVyD78JPhV
— ANI (@ANI) May 3, 2023
ওই মিছিল ঘিরেই দফায় দফায় উত্তেজনা ও অশান্তি ছড়ায়। তোরবাঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের টায়ার ও অন্যান্য জিনিস পুড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায়। অন্যদিকে, ইম্ফল থেকে ৫৮ কিলেমিটার দূরে নাগা অধ্যুষিত সেনাপতি শহরেও জোর করে বাজারপাট ও গণপরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
এ দিন সকালে মণিপুর সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, মেইটেই বা মেটেই জাতিকে উপজাতি সম্প্রদায়েক অন্তর্ভুক্ত করা ঘিরে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুরের তরফে যে মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মিছিলে সামিল যুবকদের মধ্যে সংঘর্ষের জেরে আগামী পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল। বেশ কিছু জেলায় অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অব পুলিশ সি ডউঙ্গেল জানান, বিষ্ণুুপুর ও চুরাচন্দ্রপুরে পরিস্থিতি অত্যন্ত জটিল ও উত্তপ্ত।