৬ ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলছে বিয়েবাড়ি, পুড়ে মৃত্যু ১ জনের

Fire: জানা গিয়েছে, ওই ব্যাঙ্কোয়েট হলে সারাইয়ের কাজ চলছিল। ভিতরে বেশ কয়েকজন কাজ করছিলেন। অগ্নিকাণ্ডে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর মিলেছে। ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

৬ ঘণ্টা ধরে দাউদাউ করে জ্বলছে বিয়েবাড়ি, পুড়ে মৃত্যু ১ জনের
বিয়েবাড়িতে আগুন।Image Credit source: X
Follow Us:
| Updated on: Oct 30, 2024 | 10:28 AM

নয়ডা: মাঝরাতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই অভিজাত ব্যাঙ্কোয়েট হল। ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল ইলেকট্রিশিয়ানের। এখনও আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন।

অগ্নিকাণ্ডটি ঘটেছে নয়ডার সেক্টর ৭৪-র নামী-দামি ব্যাঙ্কোয়েট হল লোটাস গ্রান্ডেওর-এ।  জানা গিয়েছে, আজ ভোর রাতে আগুন লাগে ওই অনুষ্ঠানবাড়িতে। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। ওই ব্যাঙ্কোয়েটের আয়তন অনেক বড় হওয়ায় এবং বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায়, নিমেষে আগুন ছড়িয়ে পড়ে।

সকালেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও আগুন নেভানোর কাজ চলছে। উপস্থিত রয়েছে ১৫টি ইঞ্জিন।

জানা গিয়েছে, ওই ব্যাঙ্কোয়েট হলে সারাইয়ের কাজ চলছিল। ভিতরে বেশ কয়েকজন কাজ করছিলেন। অগ্নিকাণ্ডে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর মিলেছে। ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নয়ডার ডিসিপি রাম বদন সিং জানান, রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকল পৌঁছয়। আগুন নেভানোর কাজ চলছে। তবে কী কারণে এই ভয়াবহ আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।