সাদা ধোঁয়া গ্রাস করছে গোটা এলাকা, ভয়াবহ অগ্নিকাণ্ড জুতোর কারখানায়, নিখোঁজ ৬
এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগে ওই কারখানায়। ভিতরে ছয়জন আটকে পড়েছেন বলে সন্দেহ।
নয়া দিল্লি: সপ্তাহের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে আগুন লাগে পশ্চিম দিল্লির উদ্যোগ নগরের একটি জুতোর কারখানায়। সেই সময়ে যারা কারখানার মধ্যে কাজ করছিলেন, তাদের অধিকাংশই বেরিয়ে এলেও খোঁজ মিলছে না ছয় জনের। তারা আগুনের গ্রাসেই আটকে পড়েছেন বলে সন্দেহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে দমকলের ২৪ টি ইঞ্জিন। জেরকদমে আগুন নেভানোর চেষ্টা চলছে।
दिल्ली के पीरागढ़ी के पास उद्योग विहार में एक जूता फैक्टरी में आग,दमकल की 24 गाड़ियां आग बुझाने में लगीं,फैक्टरी में काम करने वाले 6 लोग लापता pic.twitter.com/ERhlPJMlUz
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) June 21, 2021
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পশ্চিম দিল্লির উদ্যোগ নগরে অবস্থিত একটি জুতোর কারখানায় আগুন লাগে। অপেক্ষা ইন্টারন্যাশনাল ওয়ারহাউস নামক ওই কারখানায় আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৪টি ইঞ্জিন। তারা বেশ কিছুক্ষণ আগুন নেভানোর চেষ্টা করলেও কারখানার ভিতর থেকে অনর্গল ধোঁয়া বের হতে থাকে। বাধ্য হয়ে আরও ১৫টি দমকলের ইঞ্জিন ডাকা হয়। বিপদ এড়াতে দুটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে ঘটনাস্থলে।
দিল্লির অগ্নিনির্বাপণ দফতরের ডিরেক্টর অতুল গর্গ জানান, কমপক্ষে ৫-৬ জন নিখোঁজ। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ৩১টি ইঞ্জিন পৌঁছেছে। সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগার খবর আসে। এখনও অবধি আহতের কোনও খবর মেলেনি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।