Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Microsoft Outage: কাজ করছে না মাইক্রোসফ্ট, সমস্যার গোড়া কোথায়, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Microsoft Outage: বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফ্টের পরিষেবা।  ল্যাপটপ বা কম্পিউটারে ব্লু স্ক্রিন অব ডেথ এরর হচ্ছে। অর্থাৎ ল্যাপটপ-কম্পিউটার আপনা-আপনি বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা রিস্টার্ট নিতে গিয়ে স্ক্রিন ওভাবেই আটকে থাকছে।

Microsoft Outage: কাজ করছে না মাইক্রোসফ্ট, সমস্যার গোড়া কোথায়, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
অচল মাইক্রোসফ্ট।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Jul 19, 2024 | 3:51 PM

নয়া দিল্লি: বিশ্বজুড়ে অচল মাইক্রোসফ্ট। কাজ করছে না মাইক্রোসফ্ট। রিস্টার্ট এরর হয়ে আটকে থাকছে কম্পিউটার-ল্যাপটপের স্ক্রিন। এর জেরে বিপর্যস্ত সমস্ত পরিষেবা। ফ্লাইট থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ, অফিস-কাছারির কাজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধান করতে তৎপর কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানালেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এ দিন সকালেই জানা যায়, বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফ্টের পরিষেবা।  ল্যাপটপ বা কম্পিউটারে ব্লু স্ক্রিন অব ডেথ এরর হচ্ছে। অর্থাৎ ল্যাপটপ-কম্পিউটার আপনা-আপনি বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা রিস্টার্ট নিতে গিয়ে স্ক্রিন ওভাবেই আটকে থাকছে। এর জেরে উড়ান পরিষেবা থেকে শুরু করে স্টক মার্কেট, অফিস, ব্যাঙ্কের কাজ ব্যাহত হয়েছে।

এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, “মেইটি (মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনেলজি) মাইক্রোসফ্ট ও অ্যাসোসিয়েটদের সঙ্গে যোগাযোগ করছে বিশ্বজুড়ে ব্যাহত হওয়া পরিষেবা নিয়ে। এই সমস্যার কারণ খুঁজে পাওয়া গিয়েছে এবং সমস্যা মেটাতে আপডেট প্রকাশ করা হয়েছে। সিইআরটি টেকনিক্যাল সতর্কতা জারি করছে। এনআইসি নেটওয়ার্ক প্রভাবিত হয়নি।”

মাইক্রোসফ্টের তরফে জানানো হয়েছে, আজ বিকেলের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।