Kidnapping: ৬ মাস ধরে বেতন নেই ১২০০ জনের, CEO-কেই অপহরণ করে নিলেন কর্মীরা!

Crime: অপহৃত ব্যক্তির নাম রবিচন্দ্রন রেড্ডি। তিনি গিগলিয়াজ় প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা চালান। বিগত ৬ মাস ধরে তিনি সংস্থার ১২০০ কর্মীকে বেতন দেননি বলে অভিযোগ। 

Kidnapping: ৬ মাস ধরে বেতন নেই ১২০০ জনের, CEO-কেই অপহরণ করে নিলেন কর্মীরা!
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jul 19, 2024 | 4:28 PM

হায়দরাবাদ: নিজের বৈভবের শেষ নেই, এদিকে কর্মীদের নির্দিষ্ট সময়ে বেতন দিতেই যত অসুবিধা। কোনও মাসেই ১ তারিখে বেতন পান না কর্মীরা। বারবার বলেও কোনও লাভ হয়নি। শেষে চরম সিদ্ধান্ত নিলেন কর্মীরা। সোজা আঙুলে ঘি না ওঠায়, আঙুল বেঁকাতে বাধ্য হলেন তাঁরা। নির্দিষ্ট সময়ে বেতন না পেয়ে,  অপহরণ করলেন বসকে!

জানা গিয়েছে, একটি কনসালটেন্সি সংস্থার মালিক তথা সিইও-কে অপহরণ হয়ে গিয়েছিলেন। তদন্তে নামে পুলিশ। উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। অনুপ্রবেশ, অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয় ৮ জনকে। তবে তাদের পরিচয় জানতে পেরেই চক্ষু চড়কগাছ পুলিশের। জানা গেল, অপহরণকারীরা আর কেউ নন, অপহৃত ব্যক্তির সংস্থারই কর্মী।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। গত ১৫ জুলাই জুবিলি হিলস পুলিশ ৮ যুবককে গ্রেফতার করে একটি কনসালটেন্সি ফার্মের সিইও-কে অপহরণ করার অভিযোগে। জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম রবিচন্দ্রন রেড্ডি। তিনি গিগলিয়াজ় প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা চালান। বিগত ৬ মাস ধরে তিনি সংস্থার ১২০০ কর্মীকে বেতন দেননি বলে অভিযোগ।

এরপরই গত সপ্তাহে হঠাৎ নন্দগিরি হিলসের বাড়ি থেকে অপহরণ হয়ে যান রবিচন্দ্রন। পুলিশে অভিযোগ দায়ের হয়।  তদন্তে নেমে পুলিশ সানরাইজ হোটেল থেকে অভিযুক্তকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় সংস্থার আট কর্মীকে। তাঁরা সংস্থার ল্যাপটপ ও মোবাইলও চুরি করেছিলেন বলে অভিযোগ। পুলিশ মোট ৮৪টি ল্যাপটপ, ৪টি গাড়ি, একটি বাইক, ১৮টি মোবাইল ফোন ও ৩টি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে।

ধৃতরা জানিয়েছেন, তাঁরা বিগত ৬ মাস ধরে বেতন পাননি। মালিক বেতন না দিলেও, তার ব্যক্তিগত জীবনে কিন্তু বিলাসিতার খামতি নেই। সংস্থার মালিকের বিরুদ্ধে তাঁরা থানাতেও অভিযোগ জানান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরই গত সপ্তাহের বুধবার কর্মীরা তাঁর বাড়িতে চড়াও হন এবং সংস্থার মালিককেই অপহরণ করেন।