AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beta Version Adi Vaani: AI-নির্ভর অনুবাদক আদি বাণীর বিটা সংস্করণের উদ্বোধন, এবার উপজাতীয় ভাষাগুলিকে সুরক্ষিত রাখা যাবে

Beta Version Adi Vaani India: এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী উইকে ভাষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি এবং বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, আদি বাণী প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের মাধ্যম হয়ে উঠবে। আদিবাসী যুবকদের ডিজিটালভাবে ক্ষমতায়ন করবে।

Beta Version Adi Vaani: AI-নির্ভর অনুবাদক আদি বাণীর বিটা সংস্করণের উদ্বোধন, এবার উপজাতীয় ভাষাগুলিকে সুরক্ষিত রাখা যাবে
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে
| Updated on: Sep 02, 2025 | 12:17 AM
Share

নয়াদিল্লি: আদিবাসী ভাষার জন্য ভারতের প্রথম এআই-নির্ভর অনুবাদক প্ল্যাটফর্ম আদি বাণী। সোমবার সেই আদি বাণীর বিটা সংস্করণের সূচনা করল কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক। দেশে আদিবাসী ক্ষমতায়ন এবং ভাষা সংরক্ষণের লক্ষ্যে কেন্দ্র এই ঐতিহাসিক উদ্যোগটি চালু করেছে। এদিন নয়াদিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রের সমরস্তা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনজাতীয় গৌরব বর্ষ (জেজেজিবি) উদযাপনের অংশ এই অনুষ্ঠান। বিটা সংস্করণ চালু হওয়ায় এখন উপজাতীয় ভাষাগুলিকে সুরক্ষিত রাখা যাবে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকে। তিনি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মন্ত্রকের সচিব বিভু নায়ার, যুগ্ম সচিব অনন্ত প্রকাশ পান্ডে, আদিবাসী বিষয়ক মন্ত্রকের ডিরেক্টর দীপালি মাসিরকর, আইআইটি দিল্লির বিবিএমসি সেলের অধ্যাপক দীপালি মাসিরকর, আইআইটি দিল্লির অ্যাসোসিয়েট অধ্যাপক সন্দীপ কুমার। আইআইটি দিল্লির ডিরেক্টর রঙ্গন বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। আদিবাসী বিষয়ক মন্ত্রকের সমস্ত রাজ্যের উপজাতি গবেষণা প্রতিষ্ঠান (টিআরআই) এবং উপজাতি ভাষার বিশেষজ্ঞরাও এই উদ্বোধনে অংশগ্রহণ করেছিলেন।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী উইকে ভাষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি এবং বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, আদি বাণী প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের মাধ্যম হয়ে উঠবে। আদিবাসী যুবকদের ডিজিটালভাবে ক্ষমতায়ন করবে।

আদি বাণীর জন্য সরকারের যে বেশি খরচ হয়নি, সেই তথ্য তুলে ধরেন আদিবাসী বিষয়ক মন্ত্রকের সচিব বিভু নায়ার। তিনি বলেন, এটি বাণিজ্যিক প্ল্যাটফর্মের খরচের দশ ভাগের এক ভাগ ব্যয়ে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রকল্পের জন্য একদিকে রাজ্য উপজাতি গবেষণা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে (TRIs) ভাষাগত তথ্য সংগ্রহ করা হয়েছে। তেমনই অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং সম্প্রদায়ের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে এটাকে তৈরি করা হয়েছে।

আইআইটি দিল্লির ডিরেক্টর অধ্যাপক রঙ্গন বন্দ্যোপাধ্য়ায় বলেন, আদি বাণী এটা স্পষ্ট করে দেয় যে কীভাবে ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। এবং একইসঙ্গে মানুষের জীবনে অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারে।

যুগ্ম সচিব অনন্ত প্রকাশ পান্ডে বলেন, ভাষা বিলুপ্তির ফলে সংস্কৃতি ও ঐতিহ্যের অবক্ষয় হয়। তিনি আরও বলেন, আদি বাণী উপজাতি গবেষণা প্রতিষ্ঠানগুলি (TRIs) এবং শীর্ষস্থানীয় প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলির মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার ফলাফল। যা এটিকে উপজাতি ভাষা সংরক্ষণ এবং প্রচারের জন্য একটি কম খরচের কিন্তু কার্যকরী মাধ্যমে পরিণত করেছে।