AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noida Dowry Death: শরীর পুড়ে ছাই! মৃত্যুর আগে স্বামীকে যেন ‘বাঁচিয়ে’ গেলেন নয়ডার বধূ, ‘হত্যাকাণ্ড’ ঘিরে ধোঁয়াশা

Noida Dowry Death: কিন্তু কেন এই বয়ান? নিক্কির বোন কাঞ্চনের বিয়েও ওই বাড়িতে হয়েছে। দিদির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই তিনি কিন্তু সংবাদমাধ্যমের সামনে একের পর এক অভিযোগ তুলেছিলেন।

Noida Dowry Death: শরীর পুড়ে ছাই! মৃত্যুর আগে স্বামীকে যেন 'বাঁচিয়ে' গেলেন নয়ডার বধূ, 'হত্যাকাণ্ড' ঘিরে ধোঁয়াশা
বাঁদিক নিহত নিক্কিImage Credit: X
| Updated on: Aug 28, 2025 | 3:48 PM
Share

নয়ডা: মৃত্যু শয্যাতেও স্বামীর বিরুদ্ধে তাঁর মুখে শোনা গেল না কোনও মন্তব্য। গোটা শরীর ঝলসে গিয়েছে আগুনে। গোটা দেশ সমাজমাধ্যমে তাঁকে মৃত্যুর আগে স্বামী-শ্বশুরবাড়ির লোকের হাতে অত্যাচারিত হতে দেখেছে, কিন্তু সবটাই এখনও অভিযোগ। আর হাসপাতালে মৃত্যু শয্যায় যখন সেই অভিযোগ নিয়ে নয়ডার বধূ নিক্কিকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, সিলিন্ডার ফেটে তাঁর এই পরিণতি হয়েছে।

কিন্তু কেন এই বয়ান? নিক্কির বোন কাঞ্চনের বিয়েও ওই বাড়িতে হয়েছে। দিদির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই তিনি কিন্তু সংবাদমাধ্যমের সামনে একের পর এক অভিযোগ তুলেছিলেন। কাঞ্চন বলেছিলেন, নিহত দিদির উপর দিনের পর দিন অত্যাচার চলেছে। আর শুধু দিদিই নয়, এই ‘নির্যাতন’ থেকে রেহাই পাননি তিনিও। ৩৬ লক্ষ টাকা পণ ঘিরে নির্যাতন হয়ে উঠেছিল রোজের প্রসঙ্গ।

বোনের মুখে অন্য সুর, আর নিহত দিদি? তিনি যেন বলে গেলেন উল্টো কথা। তাঁর চোখে স্বামী-শ্বশুর কেউই দায়ি নয়। গোটাটাই ধোঁয়াশা। বোন ভবিষ্যতে যাতে কোনও বিপদে না পড়ে, সেই কারণেই কি এমন বয়ান দিয়ে গেলেন তিনি? ধোঁয়াশায় তদন্তকারীরাও।

সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে স্থানীয় থানার এসএইচও ধর্মেন্দ্র শুক্লা জানিয়েছেন, “তিনি হয়তো ওর স্বামী বা শ্বশুরবাড়ির কাউকে সাজা দিতে চাননি। তাই এই ধরনের বয়ান দিয়েছেন। শেষ মুহূর্তেও কারওর দিকে দায় ঠেলেননি।” অবশ্য, নিহত নিক্কির ঘর থেকে একটি বোতল ও লাইটার উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই বোতলে কী ছিল, তা যাচাই করে দেখা হচ্ছে।