Jammu Kashmir: আবার শয়তানি শুরু পাকিস্তানের? সাম্বার গ্রামে রাতে এটা কী দেখা গেল, ছুটল সেনা
Pakistan: সতর্কতাবশে সীমান্ত লাগোয়া গ্রামগুলির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা ড্রোন ঢুকেছিল নাকি একাধিক, খুঁজতে হাই অ্যালার্ট জারি করে চিরুনি তল্লাশি। স্থানীয় গ্রামের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে সেনার তরফে। সন্দেহভাজন ড্রোন দেখতে পেলেই সেনাকে খবর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কাশ্মীর: আবার পাকিস্তানের কারসাজি শুরু? ভারতের আকাশে আবার দেখা মিলল পাকিস্তানি ড্রোনের। জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রামে দেখা গেস পাকিস্তানি ড্রোন। এরপরই তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
জানা গিয়েছে, শুক্রবার রাতে রামগড় সেক্টরে নাঙ্গা গ্রামের উপরে ড্রোনের মতো কোনও বস্তু দেখা গিয়েছে। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ড্রোনের মাধ্যমে মাদক বা অস্ত্র সরবরাহ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাক জঙ্গিরা মাদক বা অস্ত্র পাচার করতে ড্রোন ব্যবহার করতে পারে, অনুমান সেনার। আবার নজরদারির উদ্দেশ্যেও ভারতীয় সেনা ঘাঁটির কাছাকাছি ড্রোন পাঠাতে পারে পাকিস্তান।
সতর্কতাবশে সীমান্ত লাগোয়া গ্রামগুলির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা ড্রোন ঢুকেছিল নাকি একাধিক, খুঁজতে হাই অ্যালার্ট জারি করে চিরুনি তল্লাশি। স্থানীয় গ্রামের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে সেনার তরফে। সন্দেহভাজন ড্রোন দেখতে পেলেই সেনাকে খবর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পাক ড্রোনের দেখা মিলতেই আরও একটি প্রশ্ন উঠেছে। পাক অধিকৃত কাশ্মীর বা PoK-তে পাক সরকার বিরোধী যে আন্দোলন চলছে বিগত এক সপ্তাহ ধরে, তা থেকে নজর ঘোরাতেই কি নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহভাজন পাক ড্রোনের ওড়াউড়ি?
পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পরই সীমান্তে উত্তেজনা বেড়েছে। তিনদিন ধরে ভারত-পাকিস্তান সংঘর্ষের পর পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতি করা হয়। আবার কি পাকিস্তান দুঃসাহস দেখাচ্ছে? কড়া নজর রাখছে সেনাবাহিনী।
