PM Modi Attacks Congress: ‘পাকিস্তানকে আক্রমণ করতে প্রস্তুত ছিল সেনা কিন্তু…’ ২৬/১১ হামলা নিয়ে কংগ্রেসের কাছে জবাব চাইলেন প্রধানমন্ত্রী
PM Modi on 26/11 Attack: কংগ্রেসকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বলেন যে তাদের উচিত কোন দেশের চাপে ভারত পিছু হটতে বাধ্য হয়েছিল। মোদী বলেন, "কংগ্রেসকে বলতেই হবে যে কোন দেশের চাপে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই সিদ্ধান্তের কারণে ভারতকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।"

মুম্বই: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারত। এই নিয়ে যখন গর্বিত দেশ, সেখানেই ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলা নিয়ে কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বই হামলার পর কংগ্রেস সরকার দুর্বলতা দেখিয়েছিল, বললেন প্রধানমন্ত্রী। দাবি করলেন যে সেই সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত হয়েছিল অন্য দেশের চাপে।
নভি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম ফেজের উদ্বোধন করেন আজ প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “মুম্বই শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে রাজধানী শহর নয়, দেশের মধ্যে সবথেকে প্রাণবন্ত শহর। সেই কারণেই ২০০৮ সালে জঙ্গিরা মুম্বইকে নিশানা করেছিল। কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার এর দুর্বল জবাব দিয়েছিল।”
পি চিদাম্বরম, যিনি সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার সাম্প্রতিক সাক্ষাৎকারর প্রসঙ্গ তুলে ধরেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “সম্প্রতিই একজন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য প্রকাশ্যে আনেন যে মুম্বই হামলার পর আমাদের নিরাপত্তা বাহিনী পাকিস্তানকে আক্রমণ করতে প্রস্তুত ছিল, কিন্তু অন্য দেশের চাপে কংগ্রেস সরকার নিরাপত্তা বাহিনীকে আটকে দেয়।”
#WATCH | Navi Mumbai | PM Modi says, “…Mumbai is not only the economic capital city but also one of the most vibrant cities in India. This is the reason terrorists attacked Mumbai in 2008. But the then Congress government gave a message of weakness. Recently, a senior Congress… pic.twitter.com/HyU5wN1NuC
— ANI (@ANI) October 8, 2025
কংগ্রেসকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী বলেন যে তাদের উচিত কোন দেশের চাপে ভারত পিছু হটতে বাধ্য হয়েছিল। মোদী বলেন, “কংগ্রেসকে বলতেই হবে যে কোন দেশের চাপে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই সিদ্ধান্তের কারণে ভারতকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।”
তিনি আরও বলেন, “কংগ্রেসের দুর্বলতা জঙ্গিদের শক্তি জুগিয়েছে। আমাদের দেশকে এই ভুলের জন্য মূল্য চোকাতে হয়েছে প্রাণের বলি দিয়ে। আমাদের কাছে জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই।”
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজকের ভারত শত্রুদের ঘরে ঢুকে হামলা করে আসে। গোটা বিশ্ব অপারেশন সিঁদুরের সময় ভারতের ক্ষমতা দেখেছিল।”
