PM Modi Praises Trump: গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর, বরফ কি গলল অবশেষে?
Gaza Peace Deal: চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্পের গাজায় শান্তি ফেরানোর পরিকল্পনায় সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল ও প্যালেস্তাইনের মানুষদের জন্য দীর্ঘস্থায়ী ও স্থিতিস্থাপক শান্তির পথে উদ্যোগ বলে উল্লেখ করেন।

নয়া দিল্লি: গাজায় শান্তি ফেরাতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হামাসও ট্রাম্পের এই পরিকল্পনায় আংশিক সম্মতি জানিয়েছে। তাঁর এই উদ্য়োগের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
আজ, শনিবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন গাজায় শান্তি ফেরানোর উদ্যোগের জন্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, “গাজায় শান্তি ফেরানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বন্দিদের মুক্তি দেওয়ার ইঙ্গিত একটা বিরাট বড় পদক্ষেপ। শান্তি ফেরানোর জন্য সবরকমের উদ্যোগকে ভারত স্বাগত জানাবে।”
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্পের গাজায় শান্তি ফেরানোর পরিকল্পনায় সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল ও প্যালেস্তাইনের মানুষদের জন্য দীর্ঘস্থায়ী ও স্থিতিস্থাপক শান্তির পথে উদ্যোগ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী মোদীর এই পোস্টকে ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মেও শেয়ার করেন।
শুক্রবারই হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে রাজি হয়। ২০ দফা প্রস্তাবের অধিকাংশ শর্ত মানলেও, কিছু শর্তে আপত্তি জানিয়েছে হামাস। তারা যুদ্ধ থামাতে, ইজরায়েলি ও প্যালেস্তাইনি বন্দিদের মুক্তি, গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার মতো শর্তগুলিতে রাজি হয়েছে। ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা পণবন্দিদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করে আনতে পারি। বর্তমানে এটা খুব ডেঞ্জারাস কাজ। আমরা ইতিমধ্যেই আলোচনা করছি। এটা শুধুমাত্র গাজার বিষয় নয়। এটা মধ্য প্রাচ্যের শান্তি ফেরানোর বিষয়, যা দীর্ঘসময় ধরে চাওয়া হচ্ছে।”
মধ্য প্রাচে শান্তি ফেরাতে সমস্ত দেশকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প।
