AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adi Karmayogi Abhiyan: প্রধান অতিথি রাষ্ট্রপতি, রাত পোহালেই দিল্লিতে ‘আদি কর্মযোগী অভিযানের’ সর্বভারতীয় সম্মেলন

Adi Karmayogi Abhiyan National Conclave: খোদ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন। অতিথিদের তালিকাটাও বেশ লম্বা। থাকছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী, থাকছেন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীও। থাকছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সচিবরাও।

Adi Karmayogi Abhiyan: প্রধান অতিথি রাষ্ট্রপতি, রাত পোহালেই দিল্লিতে 'আদি কর্মযোগী অভিযানের' সর্বভারতীয় সম্মেলন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুImage Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 16, 2025 | 10:00 PM
Share

নয়া দিল্লি: শুরুটা হয়েছিল অনেক আগেই। এবার দীপাবলির আগেই বড় ঘোষণা। রাজধানীর বুকে হতে চলেছে ‘আদি কর্মযোগী অভিযানের’ সর্বভারতীয় সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে চলছে বিশেষ অভিযান। এক্কেবারে তৃণমূল স্তর থেকে দেশের উন্নতির স্বার্থে চলছে বিশেষ কর্মযজ্ঞ। PMJANMAN ও ধরতী আভা অভিযানের যৌথ উদ্যোগে উপজাতি বিষয়ক মন্ত্রক (Ministry of Tribal Affairs) ১৭ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ‘আদি কর্মযোগী অভিযানের’ জাতীয় সম্মেলনের (National Conclave) আয়োজন করছে। 

খোদ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন। অতিথিদের তালিকাটাও বেশ লম্বা। থাকছেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী, থাকছেন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীও। থাকছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সচিবরাও। বিভিন্ন জেলার জেলাশাসক, ডেপুটি কমিশনাররাও থাকছেন। থাকছেন মাস্টার ট্রেনাররা, তাঁদের সঙ্গে থাকছেন গোটা দেশের আদি সাথী/আদি সহযোগীর (Adi Saathi/Adi Sahyogi) প্রতিনিধিরাও।

তবে এই সম্মেলনে ‘ট্রাইবাল ভিলেজ ভিসন ২০২৩’ এর উপরেই থাকছে মূল ফোকাস। গোটা দেশের আদিবাসী সম্প্রদায়গুলির সঙ্গে চলেছে দীর্ঘ কাজ। সেখানেই থেকে উঠে আসা তথ্য নিয়ে চলবে বিশদ আলোচনা। প্রায় ৫০ হাজারের বেশি গ্রামের উপরে চলা কাজ থেকে, কর্মপরিকল্পনা থেকে উঠে আসা তথ্যের উপরেই এই সম্মলনে আলোচনা চলবে বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে কাজের ভিত্তিতে যে সমস্ত রাজ্য সবথেকে ভাল পারফর্ম করেছে তাঁদের স্বীকৃতিও দেওয়া হবে ওই অনুষ্ঠানে। একইসঙ্গে সামগ্রিকভাবে বিশেষ সম্মান জানান হবে সবথেকে ভাল কাজ করা মন্ত্রককেও। ‘প্রধানমন্ত্রী-জনমান’ এর ক্ষেত্রে ভাল কাজ করা মন্ত্রকের পাশাপাশি সম্মান জানান হবে সেরা রাজ্য ও জেলাকেও। এ ক্ষেত্রে কত বেশি মানুষ এর দ্বার উপকৃত হয়েছেন সেই মাপকাঠিতেই চলেছে চুলচেরা বিচার। অন্যদিকে ধর্তি আবা জনভাগিদারী অভিযানে সেরা পারফরম্যান্স রয়েছে রাজ্য এবং জেলার তাদের বিশেষ সম্মান জানান হবে। পাশাপাশি আদি কর্মযোগী অভিযানে সবথেকে ভাল কাজ করা রাজ্য, জেলা, রাজ্য মাস্টার প্রশিক্ষক (এসএমটি), আদি সাথী এবং আদি সহযোগীদের বিশেষ সম্মান জানান হবে।